পুবের কলম, ওয়েবডেস্ক: এভারেস্টের সর্বোচ্চ দুই পর্বতশৃঙ্গ জয় করে মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব রেকর্ড গড়লেন শেহরোজ কাশিফ। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের পরেই কে২ জয় করার খেতাব অর্জন করলেন কাশিফ। পাকিস্তানি এই তরুণ বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি, যিনি কে২ পর্বতশৃঙ্গ জয় করার তকমা অর্জন করলেন। এর আগে শেহরোজ কাশিফ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন।
পাকিস্তান-চিন সীমান্তে অবস্থিত হিমালয়ের কারাকোরাম রেঞ্জের কে২ পর্বতশৃঙ্গ বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত বলে পরিচিত। পর্বতারোহীদের প্রতিকূলতাকে সাক্ষী করেই এগিয়ে চলতে হয়। প্রতি পদক্ষেপে বিপদের হাতছানি। আবহাওয়া এখানে এতটাই খারাপ যে প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বা ১২৪ মাইল বেগে বাতাস বয়ে চলে। তাপমাত্রা নেমে আসে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে। প্রতি পদক্ষেপে মৃত্যুর হাতছানি।

গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে ৮ হাজার ৬১১ মিটার বা ২৮ হাজার ২৫১ ফুটের কে২ শৃঙ্গে আরোহণ করেন ১৯ বছরের শেহরোজ। পাকিস্তান-চিন সীমান্তের ব্রড পিক জয়ের মধ্য দিয়ে শেহরোজের পর্বত অভিযানের সূচনা হয়। উচ্চতার নিরিখে এটা বিশ্বের ১২তম শৃঙ্গ।
তবে পর্বতশৃঙ্গ জয় করার নেশা শেহরোজ কাশিফকে ছোট থেকেই তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। মাত্র ১৭ বছর বয়সেই শেহরোজ কাশিফ তাঁর অভিযান শুরু করেন। ২০১৯ সালে তিনি ৮ হাজার ৪৭ মিটার বা ২৬ হাজার ৪০০ ফুটের এই শৃঙ্গ জয় করেন। মাত্র ১৭ বছর বয়সেই পাহাড়ে আরোহণের পর থেকে শেহরোজ ‘ব্রড বয়’ নামে পরিচিতি অর্জন করেন।
এর পর আর থেমে থাকেননি তিনি। পর্বত জয়ের অদম্য নেশা শেহরোজকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে।
শেহরোজ গত মে মাসে ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট জয় করেন। কম বয়সে এভারেস্টজয়ী পর্বতারোহীদের মধ্যে বিশ্বে তিনি চতুর্থ। এখন কে২ জয় করায় তিনি হবেন বিশ্বের সবচেয়ে উঁচু দুটো পর্বতশৃঙ্গ জয় করা সর্বকনিষ্ঠ ব্যক্তি।





















