ভাইজানের বাড়ির সামনে গুলি দুষ্কৃতিদের, দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ শিন্ডে

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, রবিবার
- / 20
পুবের কলম, ওয়েবডেস্ক: বলিউড ভাইজানের বাড়ির সামনে গুলি চালাল দুষ্কৃতিরা। রবিবার ভোরে দুটি বাইকে করে এসে সালমান খানের বাড়ির সামনে গুলি ছুড়ে দুষ্কৃতিরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুম্বাই পুলিশ। এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন ভাইজানের পরিবার।
সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র বাইরে পরপর বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেল করে এসে দুষ্কৃতিরা কয়েক রাউন্ড গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিন ঘটনার সময় বাড়িতেই ছিলেন সালমন। ঘটনার কিছুক্ষণ পরই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ঘটনাস্থলে পৌঁছায়।
প্রসঙ্গত, এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সালমনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। এদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘প্রিয় মুম্বাই পুলিশ, দ্রুত হামলাকারী ও মূল অভিযুক্তদের গ্রেফতার করুন। কী ঘটছে মুম্বাইতে? কোথায় নিরাপত্তা!’