১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডাইনি অপবাদে দক্ষিণ দিনাজপুরে একটি পরিবারের উপর বর্বরতা, গ্রেফতার ৬

চামেলি দাস
  • আপডেট : ১৪ জুন ২০২৫, শনিবার
  • / 113

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের ভাদ্রা রায়পাড়ায় মধ্যযুগীয় কুসংস্কারের জেরে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। ডাইনি অপবাদে এক পরিবারের চার সদস্যকে বেধড়ক মারধর ও জোর করে মল খাওয়ানোর অভিযোগ উঠেছে গ্রামের কিছু বাসিন্দার বিরুদ্ধে।

জানা গেছে, সম্প্রতি এলাকায় কয়েকজনের অস্বাভাবিক মৃত্যু ঘটায় গ্রামবাসীরা এক তান্ত্রিকের শরণাপন্ন হন। তার ইন্ধনে এক মহিলাকে ডাইনি বলে অপবাদ দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে শ্মশানে পুজোর পরই ওই পরিবারের উপর আক্রমণ চালানো হয়।

খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে এবং ৬ জন গ্রামবাসীকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

এই ঘটনায় কুসংস্কারের ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে। বিজ্ঞান মঞ্চের স্থানীয় সম্পাদক ড. অমিত ঘোষ জানান, মূলত একা বা বিচ্ছিন্নভাবে বসবাসকারী পরিবারদের উপর এই ধরনের আক্রমণ বেশি হয়। জনসচেতনতা ও প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া কুসংস্কার রোধ অসম্ভব।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডাইনি অপবাদে দক্ষিণ দিনাজপুরে একটি পরিবারের উপর বর্বরতা, গ্রেফতার ৬

আপডেট : ১৪ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের ভাদ্রা রায়পাড়ায় মধ্যযুগীয় কুসংস্কারের জেরে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। ডাইনি অপবাদে এক পরিবারের চার সদস্যকে বেধড়ক মারধর ও জোর করে মল খাওয়ানোর অভিযোগ উঠেছে গ্রামের কিছু বাসিন্দার বিরুদ্ধে।

জানা গেছে, সম্প্রতি এলাকায় কয়েকজনের অস্বাভাবিক মৃত্যু ঘটায় গ্রামবাসীরা এক তান্ত্রিকের শরণাপন্ন হন। তার ইন্ধনে এক মহিলাকে ডাইনি বলে অপবাদ দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে শ্মশানে পুজোর পরই ওই পরিবারের উপর আক্রমণ চালানো হয়।

খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে এবং ৬ জন গ্রামবাসীকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

এই ঘটনায় কুসংস্কারের ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে। বিজ্ঞান মঞ্চের স্থানীয় সম্পাদক ড. অমিত ঘোষ জানান, মূলত একা বা বিচ্ছিন্নভাবে বসবাসকারী পরিবারদের উপর এই ধরনের আক্রমণ বেশি হয়। জনসচেতনতা ও প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া কুসংস্কার রোধ অসম্ভব।