নিউটাউনে উদ্ধার বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ
- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 75
পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভাড়া বাড়ি থেকে এক বিএসএফ জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। সোমবার সকালে নিউটাউন থানার ইকোপার্কের শুলংগুড়ি এলাকার একটি বাড়ি থেকে সূর্যকান্ত দাস নামের ওই জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ওড়িশার বাসিন্দা বিএসএফ জওয়ান সূর্যকান্ত দাস (৩৮) সম্প্রতি কলকাতায় এসে ইকোপার্কে থানার গোবিন্দ মণ্ডলের বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন।
সোমবার সকালে ওই জওয়ানের পরিবারের সদস্যরা গোবিন্দ মণ্ডলের বাড়িতে এসে পৌঁছন। ওই জওয়ানের ঘরের দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনও সাড়াশধ না পেয়ে দরজা ভেঙে সূর্যকান্তের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এর পর খবর পেয়েই ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ।পুলিশের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিএসএফ-এর আধিকারিকরাও। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ।
সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে সুইসাইড নোট লিখে বাড়ির নম্বরে পাঠিয়েছিলেন সূর্যকান্ত। ওই মেসেজ পাওয়ার পরেই মৃত জওয়ানের ভাই ও স্ত্রী ওড়িশা থেকে নিউটাউনের বাড়িতে এসে পৌঁছন।পুলিশ জানতে পেরেছে, সুইসাইড নোটে মানসিক চাপের কথা উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও এই মৃত্যুর পেছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না তাও খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।