১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর জন্য ‘তাজমহল’ বানালেন মধ্যপ্রদেশের আনন্দ

চামেলি দাস
  • আপডেট : ১৬ জুন ২০২৫, সোমবার
  • / 134

পুবের কলম ওয়েবডেস্ক: সেই মুঘল সাম্রাজ্য নেই, সেই সালতানাত নেই। তাতে কি! নিজেকে মুঘল বাদশাহদের মতো ভেবে নিতে দোষের কি? কথাতেই তো আছে ‘আপন মনে আমিই রাজা’। তাই মুঘল বাদশাহদের মতো শখ থাকলে ক্ষতি কি?

শাহজহান তাঁর প্রিয় বেগম মমুতাজের জন্য আগ্রায় তাজমহল তৈরি করেছিলেন। তা বিশ্বের সপ্তম আশ্চর্য হিসেবে স্বীকৃত। মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী অবশ্য ‘আপন মনের শাহজাহান’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিয়ো ভাইরাল হয়েছে।

সেখানে একটি বাড়ি দেখানো হয়েছে যা দেখতে হুবহু তাজমহলের মতো। এটিও মার্বেল পাথর দিয়েই তৈরি। তবে এটি কোনও হোটেল বা পর্যটন স্থান নয়। এক দম্পতির ব্যক্তিগত বাসস্থান। এই বিলাসবহুল বাড়িটি মধ্যপ্রদেশের বুরহানপুরে অবস্থিত।

এর বিশেষত্ব হল, এটি আনন্দপ্রকাশ চৌকসে নামে এক ব্যবসায়ী তাঁর স্ত্রীর প্রতি প্রেমের উদাহরণ হিসেবে তৈরি করেছেন। আকারে আগ্রার তাজমহলের থেকে অনেক ছোট হলেও আনের তাজমহলটি সবার নজর কেড়েছে। চারপাশে সুন্দর খোদাই, গোলাকার গম্বুজ এবং খিলানযুক্ত দরজা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী প্রিয়ম সারস্বতের শেয়ার করা ভিডিয়োতে আন নিজেই এই বাড়ির একটি ছোট ঝলক দেখান।

সেখানে আন জানাচ্ছেন, তাজমহলের আদালেই তিনি নিজের বাড়িটি তৈরি করার চেষ্টা করেছেন। নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন রাখতেই তাঁর মাথায় এই ধরনের ভাবনা আসে। সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনিও তাঁর স্ত্রীর জন্য ‘তাজমহল’ বানাবেন।

আনের কথায়, ‘‘এটি সম্পূর্ণভাবে আমার স্ত্রীর জন্য ১০০ শতাংশ উৎসর্গীকৃত এবং আমাদের ভালোবাসা আমাদের সাথে আছে।’’ ভিডিয়োটির ক্যাপশনে লেখা আছে, ‘এই সুন্দর বাড়িটি ইন্দোরের কাছে অবস্থিত এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে ৫১ লক্ষের বেশি ভিউ পেয়েছে। একজন নেটিজেন লিখেছেন, ‘আমি এর থেকে রোমান্টিক আর কিছু দেখিনি। আবার কেউ বলেছেন, ‘এটি কেবল একটি বাড়ি নয়, এটি মার্বেলে লেখা একটি জীবন্ত প্রেমের কবিতা।’ অনেকেই এই উদ্যোগকে অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেছেন এবং লিখেছেন, ‘শব্দ দিয়ে নয়, ঐতিহ্য দিয়েই ভালোবাসা প্রকাশ করুন।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্ত্রীর জন্য ‘তাজমহল’ বানালেন মধ্যপ্রদেশের আনন্দ

আপডেট : ১৬ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: সেই মুঘল সাম্রাজ্য নেই, সেই সালতানাত নেই। তাতে কি! নিজেকে মুঘল বাদশাহদের মতো ভেবে নিতে দোষের কি? কথাতেই তো আছে ‘আপন মনে আমিই রাজা’। তাই মুঘল বাদশাহদের মতো শখ থাকলে ক্ষতি কি?

শাহজহান তাঁর প্রিয় বেগম মমুতাজের জন্য আগ্রায় তাজমহল তৈরি করেছিলেন। তা বিশ্বের সপ্তম আশ্চর্য হিসেবে স্বীকৃত। মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী অবশ্য ‘আপন মনের শাহজাহান’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিয়ো ভাইরাল হয়েছে।

সেখানে একটি বাড়ি দেখানো হয়েছে যা দেখতে হুবহু তাজমহলের মতো। এটিও মার্বেল পাথর দিয়েই তৈরি। তবে এটি কোনও হোটেল বা পর্যটন স্থান নয়। এক দম্পতির ব্যক্তিগত বাসস্থান। এই বিলাসবহুল বাড়িটি মধ্যপ্রদেশের বুরহানপুরে অবস্থিত।

এর বিশেষত্ব হল, এটি আনন্দপ্রকাশ চৌকসে নামে এক ব্যবসায়ী তাঁর স্ত্রীর প্রতি প্রেমের উদাহরণ হিসেবে তৈরি করেছেন। আকারে আগ্রার তাজমহলের থেকে অনেক ছোট হলেও আনের তাজমহলটি সবার নজর কেড়েছে। চারপাশে সুন্দর খোদাই, গোলাকার গম্বুজ এবং খিলানযুক্ত দরজা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী প্রিয়ম সারস্বতের শেয়ার করা ভিডিয়োতে আন নিজেই এই বাড়ির একটি ছোট ঝলক দেখান।

সেখানে আন জানাচ্ছেন, তাজমহলের আদালেই তিনি নিজের বাড়িটি তৈরি করার চেষ্টা করেছেন। নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন রাখতেই তাঁর মাথায় এই ধরনের ভাবনা আসে। সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনিও তাঁর স্ত্রীর জন্য ‘তাজমহল’ বানাবেন।

আনের কথায়, ‘‘এটি সম্পূর্ণভাবে আমার স্ত্রীর জন্য ১০০ শতাংশ উৎসর্গীকৃত এবং আমাদের ভালোবাসা আমাদের সাথে আছে।’’ ভিডিয়োটির ক্যাপশনে লেখা আছে, ‘এই সুন্দর বাড়িটি ইন্দোরের কাছে অবস্থিত এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে ৫১ লক্ষের বেশি ভিউ পেয়েছে। একজন নেটিজেন লিখেছেন, ‘আমি এর থেকে রোমান্টিক আর কিছু দেখিনি। আবার কেউ বলেছেন, ‘এটি কেবল একটি বাড়ি নয়, এটি মার্বেলে লেখা একটি জীবন্ত প্রেমের কবিতা।’ অনেকেই এই উদ্যোগকে অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেছেন এবং লিখেছেন, ‘শব্দ দিয়ে নয়, ঐতিহ্য দিয়েই ভালোবাসা প্রকাশ করুন।’