১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপে নেই বুমরাহ!

ইমামা খাতুন
  • আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 143

পুবের কলম ওয়েবডেস্ক : এশিয়া কাপের আসরে অনিশ্চিত হয়ে পড়লেন জসপ্রীত বুমরাহ। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে। সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে হবে এবারের এশিয়া কাপ। এবারের প্রতিযোগিতা টি-২০ ফরম্যাটের। এমনিতেই বুমরাহ টি-২০ ফরম্যাটে খুব একটা যে ভারতীয় দলে থাকেন তা নয়।

তবে এশিয়া কাপ একটি অন্যতম সেরা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের দেখা যাবে না। কারণ তারা অবসর নিয়ে ফেলেছেন। বুমরাহ দলের সিনিয়র ক্রিকেটার। তাঁকে অন্তত দলে রাখলে ভারতীয় দল একজন অভিজ্ঞ বোলার পেত। কিন্তু গৌতম গম্ভীর একটু অন্যভাবে খেলতে চাইছেন। তিনি একটা তরুণ ব্রিগেড তৈরি করতে চাইছেন, যে দল ভবিষ্যতের ভারতীয় দল হিসেবে তাক লাগাতে পারে। যদিও তাঁর সেই পরিকল্পনা এখনও কোনও শক্তিশালী জায়গায় আসেনি।

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারত ইতিমধ্যেই ১-২ ফলে পিছিয়ে আছে। ওভাল টেস্ট জিততে পারলে সিরিজ বাঁচাবে ভারত। কিন্তু শেষ টেস্টে বুমরাহকে রাখা হয়নি ওয়ার্কলোড কমানোর জন্য। তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে দল থেকে। তিনি এখনও অবশ্য লন্ডনেই রয়েছেন। কারণ খেলাটা তিনি উপভোগ করছেন। তাঁর বদলি হিসেবে আকাশ দীপ দলে ঢুকেছেন। চলতি টেস্টে খারাপ বলও করেননি। তবে সিরাজ ও প্রসিধ কৃষ্ণা পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে যেভাবে বোলিং করেছেন তা বেশ ইতিবাচক। বুমরাহর অভাব খুব একটা বোঝা যায়নি।

আরও পড়ুন: আইসিসি টেস্ট ক্রিকেট: বোলারদের শীর্ষে বুমরাহ, ব্যাটারদের তালিকায় জো রুট

তাই এখন ভারতীয় নির্বাচকরা এশিয়া কাপের দল নির্বাচনের আগে নতুন করে ভাবতে শুরু করেছেন। তাঁরা বুমরাহর বদলি খুঁজছেন। কারণ এশিয়া কাপ যেহেতু টি-২০ ফরম্যাটে তাই বুমরাহকে ছাড়া অন্য কাউকে নেওয়া যায় কিনা সেটা নিয়ে ভাবছে বিসিসিআই। তবে সেটা তাঁর চোটের কারণে, নাকি ওয়ার্কলোড কমানোর জন্য, তা কিন্তু স্পষ্ট করছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আরও পড়ুন: ভারত না যোগ দিলেও বাংলাদেশে হবে এসিসির সভা

আসলে বুমরাহকে টেস্ট ক্রিকেটের জন্য গচ্ছিত রাখতে চাইছে বিসিসিআই। কারণ ইতিমধ্যেই ইংল্যান্ড সিরিজের মধ্যে দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রবেশ করে ফেলেছে ভারত। আরও টেস্ট সিরিজ রয়েছে। সেগুলিতে যাতে বুমরাহকে সহজে পাওয়া যায় তাই এশিয়া কাপের আসরে তাঁকে বাইরে রাখার ব্যাপারেই ভাবনাচিন্তা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
তাছাড়া এশিয়া কাপ আগামি টি-২০ বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। আর তাই সেই রিহার্সালে বুমরাহকে না রেখে অন্য কোনও পেসার ব্যবহার করা যেতে পারে কিনা সে ব্যাপারে ভাবনাচিন্তা করছে বোর্ড।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এশিয়া কাপে নেই বুমরাহ!

আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : এশিয়া কাপের আসরে অনিশ্চিত হয়ে পড়লেন জসপ্রীত বুমরাহ। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে। সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে হবে এবারের এশিয়া কাপ। এবারের প্রতিযোগিতা টি-২০ ফরম্যাটের। এমনিতেই বুমরাহ টি-২০ ফরম্যাটে খুব একটা যে ভারতীয় দলে থাকেন তা নয়।

তবে এশিয়া কাপ একটি অন্যতম সেরা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের দেখা যাবে না। কারণ তারা অবসর নিয়ে ফেলেছেন। বুমরাহ দলের সিনিয়র ক্রিকেটার। তাঁকে অন্তত দলে রাখলে ভারতীয় দল একজন অভিজ্ঞ বোলার পেত। কিন্তু গৌতম গম্ভীর একটু অন্যভাবে খেলতে চাইছেন। তিনি একটা তরুণ ব্রিগেড তৈরি করতে চাইছেন, যে দল ভবিষ্যতের ভারতীয় দল হিসেবে তাক লাগাতে পারে। যদিও তাঁর সেই পরিকল্পনা এখনও কোনও শক্তিশালী জায়গায় আসেনি।

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারত ইতিমধ্যেই ১-২ ফলে পিছিয়ে আছে। ওভাল টেস্ট জিততে পারলে সিরিজ বাঁচাবে ভারত। কিন্তু শেষ টেস্টে বুমরাহকে রাখা হয়নি ওয়ার্কলোড কমানোর জন্য। তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে দল থেকে। তিনি এখনও অবশ্য লন্ডনেই রয়েছেন। কারণ খেলাটা তিনি উপভোগ করছেন। তাঁর বদলি হিসেবে আকাশ দীপ দলে ঢুকেছেন। চলতি টেস্টে খারাপ বলও করেননি। তবে সিরাজ ও প্রসিধ কৃষ্ণা পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে যেভাবে বোলিং করেছেন তা বেশ ইতিবাচক। বুমরাহর অভাব খুব একটা বোঝা যায়নি।

আরও পড়ুন: আইসিসি টেস্ট ক্রিকেট: বোলারদের শীর্ষে বুমরাহ, ব্যাটারদের তালিকায় জো রুট

তাই এখন ভারতীয় নির্বাচকরা এশিয়া কাপের দল নির্বাচনের আগে নতুন করে ভাবতে শুরু করেছেন। তাঁরা বুমরাহর বদলি খুঁজছেন। কারণ এশিয়া কাপ যেহেতু টি-২০ ফরম্যাটে তাই বুমরাহকে ছাড়া অন্য কাউকে নেওয়া যায় কিনা সেটা নিয়ে ভাবছে বিসিসিআই। তবে সেটা তাঁর চোটের কারণে, নাকি ওয়ার্কলোড কমানোর জন্য, তা কিন্তু স্পষ্ট করছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আরও পড়ুন: ভারত না যোগ দিলেও বাংলাদেশে হবে এসিসির সভা

আসলে বুমরাহকে টেস্ট ক্রিকেটের জন্য গচ্ছিত রাখতে চাইছে বিসিসিআই। কারণ ইতিমধ্যেই ইংল্যান্ড সিরিজের মধ্যে দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রবেশ করে ফেলেছে ভারত। আরও টেস্ট সিরিজ রয়েছে। সেগুলিতে যাতে বুমরাহকে সহজে পাওয়া যায় তাই এশিয়া কাপের আসরে তাঁকে বাইরে রাখার ব্যাপারেই ভাবনাচিন্তা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
তাছাড়া এশিয়া কাপ আগামি টি-২০ বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। আর তাই সেই রিহার্সালে বুমরাহকে না রেখে অন্য কোনও পেসার ব্যবহার করা যেতে পারে কিনা সে ব্যাপারে ভাবনাচিন্তা করছে বোর্ড।