৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট র্যালঙ্কিং: শীর্ষে বুমরাহ, ২ নম্বরে যশস্বী

কিবরিয়া আনসারি
  • আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার
  • / 21

দুবাই: পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্সের ‘পুরস্কার’ পেলেন ওই ম্যাচে ভারতের অধিনায়কত্ব করা দেশের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ। আইসিসি প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’ধাপ উঠে বোলারদের মধ্যে শীর্ষস্থানটি দখল করলেন বুমরাহ। তাঁর সংগ্রহে রয়েছে ৮৮৩ রেটিং ™য়েন্ট। উল্লেখ্য, পারথে বুমরাহ মোট আটটি উইকেট পেয়েছিলেন।

এই তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা পেয়েছেন ৮৭২ পয়েন্ট। তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড (৮৬০ পয়েন্ট)। টেস্ট বোলারদের তালিকায় চার নম্বরে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় প্রথম দশে রয়েছেন আর এক ভারতীয়। তিনি রবীন্দ্র জাদেজা, রয়েছেন সাত নম্বরে।

পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৬১ করা ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল দু’ধাপ উঠে এসে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২ নম্বর স্থানটি দখল করেছেন। তিনি পেয়েছেন ৮২৫ পয়েন্ট। এটি যশস্বীর কেরিয়ার সেরা র‌্যাঙ্কিং। এই তালিকায় এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট (৯০৩ পয়েন্ট। তিনে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সংগ্রহে রয়েছে ৮০৪ পয়েন্ট। টেস্ট ব্যাটারদের তালিকায় ভারতের উইকেকিপার-ব্যাটার ঋষভ পন্থ রয়েছেন ৭ নম্বর স্থানে। পারথে শতরান করা আর এক ভারতীয় তারকা বিরাট কোহলি ৯ ধাপ উঠে এসেছেন। বর্তমানে কোহলি রয়েছেন ১৩ নম্বর স্থানটিতে। পাশাপাশি টেস্ট অলরাউন্ডারদে তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা (৪২৩ পয়েন্ট)। তারপরেই রয়েছেন  তাঁরই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। তিনি পেয়েছেন ২৯০ পয়েন্ট। তিনে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান (২৬৯ পয়েন্ট)।

Tag :

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টেস্ট র্যালঙ্কিং: শীর্ষে বুমরাহ, ২ নম্বরে যশস্বী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

দুবাই: পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্সের ‘পুরস্কার’ পেলেন ওই ম্যাচে ভারতের অধিনায়কত্ব করা দেশের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ। আইসিসি প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’ধাপ উঠে বোলারদের মধ্যে শীর্ষস্থানটি দখল করলেন বুমরাহ। তাঁর সংগ্রহে রয়েছে ৮৮৩ রেটিং ™য়েন্ট। উল্লেখ্য, পারথে বুমরাহ মোট আটটি উইকেট পেয়েছিলেন।

এই তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা পেয়েছেন ৮৭২ পয়েন্ট। তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড (৮৬০ পয়েন্ট)। টেস্ট বোলারদের তালিকায় চার নম্বরে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় প্রথম দশে রয়েছেন আর এক ভারতীয়। তিনি রবীন্দ্র জাদেজা, রয়েছেন সাত নম্বরে।

পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৬১ করা ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল দু’ধাপ উঠে এসে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২ নম্বর স্থানটি দখল করেছেন। তিনি পেয়েছেন ৮২৫ পয়েন্ট। এটি যশস্বীর কেরিয়ার সেরা র‌্যাঙ্কিং। এই তালিকায় এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট (৯০৩ পয়েন্ট। তিনে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সংগ্রহে রয়েছে ৮০৪ পয়েন্ট। টেস্ট ব্যাটারদের তালিকায় ভারতের উইকেকিপার-ব্যাটার ঋষভ পন্থ রয়েছেন ৭ নম্বর স্থানে। পারথে শতরান করা আর এক ভারতীয় তারকা বিরাট কোহলি ৯ ধাপ উঠে এসেছেন। বর্তমানে কোহলি রয়েছেন ১৩ নম্বর স্থানটিতে। পাশাপাশি টেস্ট অলরাউন্ডারদে তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা (৪২৩ পয়েন্ট)। তারপরেই রয়েছেন  তাঁরই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। তিনি পেয়েছেন ২৯০ পয়েন্ট। তিনে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান (২৬৯ পয়েন্ট)।