০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করলেন বুরহান ওয়ানির বাবা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্কঃ চিরাচরিত ধারার একেবারে বিপরীত একটা ঘটনা  চেনা কাশ্মীরের ছবিকে বদলে দিল।ছেলের পরিচয় জঙ্গি হলেও বাবা বরাবরই দেশভক্ত এক ভদ্র-নম্র সাধারণ নাগরিক। সমস্ত রকম জল্পনা উড়িয়ে দিয়ে রবিবার স্বাধীনতা দিবসে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার এক স্কুলে তেরঙ্গা উত্তোলন করলেন হিজবুল মুজাহিদ্দিনের কমান্ডার বুরহান ওয়ানির বাবা মুজাফ্ফর ওয়ানি। তিনি পেশায় একজন শিক্ষক।এদিন সকালে পুলওয়ামা ত্রালের সরকারি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুরহান ওয়ানির বাবার হাতে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্কুলের ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।

ওই স্কুলেরই প্রধান শিক্ষক নিহত জঙ্গির বাবা। পতাকা উত্তোলনের পর নিয়মমতো জাতীয় সঙ্গীতও গান তিনি। উপত্যকার কুখ্যাত জঙ্গি ছিলেন হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি। যার মৃত্যুর পর পাঁচ মাস ধরে অশান্ত ছিল  উপত্যকা । জায়গায় জায়গায় হিংসাত্মক হামলা, সংঘর্ষে মৃত্যু হয় একশোর উপর সাধারণ মানুষের। আহতের সংখ্যা পেরিয়েছিল ১০০০।উল্লেখ্য পামপুরে সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানার পর উপত্যকা জুড়ে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানেই ২০১৬-র ৮ জুলাই বাহিনীর অভিযানে নিহত হয় হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির।

আরও পড়ুন: গান্ধি পরিবারের নির্দিষ্ট কোনও ধর্ম নেই: বিজেপি মন্ত্রী

কাশ্মীরে বুরহান ওয়ানি তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল।তার সঙ্গে মারা যায় বুরহানের ২ সঙ্গীও। রাজ্যে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করত বুরহান বলে অভিযোগ। বলা হয়, বুরহানকে হত্যার দিন তাকে তার বান্ধবীর মাধ্যমে ডাকা হয়েছিল। এরপর তিনি যে বাড়িতে ছিলেন তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে বুরহান বাড়ি থেকে বেরিয়ে আসলে তাকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।আর এবার কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির বাবা এক অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন।

আরও পড়ুন: ১৫ বছর ধরে হাজীদের চিকিৎসা সেবায় নিয়োজিত বাবা এবং মেয়ে  

আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, মুসলিম যুবককে পিটিয়ে খুন প্রেমিকার বাবার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করলেন বুরহান ওয়ানির বাবা

আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চিরাচরিত ধারার একেবারে বিপরীত একটা ঘটনা  চেনা কাশ্মীরের ছবিকে বদলে দিল।ছেলের পরিচয় জঙ্গি হলেও বাবা বরাবরই দেশভক্ত এক ভদ্র-নম্র সাধারণ নাগরিক। সমস্ত রকম জল্পনা উড়িয়ে দিয়ে রবিবার স্বাধীনতা দিবসে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার এক স্কুলে তেরঙ্গা উত্তোলন করলেন হিজবুল মুজাহিদ্দিনের কমান্ডার বুরহান ওয়ানির বাবা মুজাফ্ফর ওয়ানি। তিনি পেশায় একজন শিক্ষক।এদিন সকালে পুলওয়ামা ত্রালের সরকারি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুরহান ওয়ানির বাবার হাতে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্কুলের ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।

ওই স্কুলেরই প্রধান শিক্ষক নিহত জঙ্গির বাবা। পতাকা উত্তোলনের পর নিয়মমতো জাতীয় সঙ্গীতও গান তিনি। উপত্যকার কুখ্যাত জঙ্গি ছিলেন হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি। যার মৃত্যুর পর পাঁচ মাস ধরে অশান্ত ছিল  উপত্যকা । জায়গায় জায়গায় হিংসাত্মক হামলা, সংঘর্ষে মৃত্যু হয় একশোর উপর সাধারণ মানুষের। আহতের সংখ্যা পেরিয়েছিল ১০০০।উল্লেখ্য পামপুরে সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানার পর উপত্যকা জুড়ে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানেই ২০১৬-র ৮ জুলাই বাহিনীর অভিযানে নিহত হয় হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির।

আরও পড়ুন: গান্ধি পরিবারের নির্দিষ্ট কোনও ধর্ম নেই: বিজেপি মন্ত্রী

কাশ্মীরে বুরহান ওয়ানি তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল।তার সঙ্গে মারা যায় বুরহানের ২ সঙ্গীও। রাজ্যে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করত বুরহান বলে অভিযোগ। বলা হয়, বুরহানকে হত্যার দিন তাকে তার বান্ধবীর মাধ্যমে ডাকা হয়েছিল। এরপর তিনি যে বাড়িতে ছিলেন তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে বুরহান বাড়ি থেকে বেরিয়ে আসলে তাকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।আর এবার কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির বাবা এক অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন।

আরও পড়ুন: ১৫ বছর ধরে হাজীদের চিকিৎসা সেবায় নিয়োজিত বাবা এবং মেয়ে  

আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, মুসলিম যুবককে পিটিয়ে খুন প্রেমিকার বাবার