পাকিস্তানে বাস দুর্ঘটনা, দগ্ধ হয়ে ৪৪ জনের প্রাণহানি

- আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের বালুচিস্তানে নদীতে পড়ল যাত্রীবোঝায় বাস। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বাসটিতে। এ ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। রবিবার করাচির কোয়েট্টা থেকে ৪৮ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল বাসটি। বালুচিস্তানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে একাধিকবার ধাক্কা খেয়ে দুমড়ে মুচরে নদীতে গিয়ে পরে বাসটি। রবিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল। তাদের মধ্যে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তারাও গুরুতরভাবে দগ্ধ হয়েছে। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ও হাসাপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর লবাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। নদীর উপরে ব্রিজের পিলারে প্রথমে ধাক্কা খায় ইউটার্ন নেওয়ার সময়। বালুচিস্তানের লাসবেলার কাছে ঘটেছে দুর্ঘটনাটি। ব্রিজের কাছে ইউটার্ন নেওয়ার সময়ই পিলারে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায় বাসটি। একাধিক পাথকে ধাক্কা খাওয়ায় দুমড়ে মুচরে গিয়েছে সেটি। একটি শিশু এবং এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর,উদ্ধার করা দেহগুলো চেনা যাচ্ছে না। তাদের চিহ্নিত করতে ডিএনএ পরীক্ষা করা দরকার।
উল্লেখ্য, ঠান্ডা আবহাওয়ার কারণে এবং সকালে অন্ধকার থাকায় উদ্ধারকর্মীরা প্রথমে বাধার সম্মুখীন হন। পরে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে দেহগুলো উদ্ধার করেন এবং চারজনকে জীবিত অবস্থায় পাওয়া যায়।