কৈখালিতে বাসে আগুন

- আপডেট : ১০ অগাস্ট ২০২৫, রবিবার
- / 19
পুবের কলম,ওয়েবডেস্ক: কৈখালিতে চলন্ত বাসে আগুন। এয়ারপোর্টের কাছে সরকারি বাসে আগুন লাগে বলেই জানা গেছে। রবিবার বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। কৈখালির কাছে এয়ারপোর্ট হোটেল ক্রসিং সংলগ্ন এলাকায় চলন্ত অবস্থাতেই বাসটিতে আগুন ধরে যায়। বাসের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি তাঁদের বাস থেকে নামানো হয়। ওই বাসের মধ্যে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা। তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুজন যাত্রী আহত হলেও হতাহতের কোনও খবর নেই। সংশ্লিষ্ট ঘটনায় বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হলেও সুরক্ষিত রয়েছে যাত্রীরা।
চলন্ত এসবিএসটিসি বাসে আগুন লাগে। প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশ মনে করছে, যান্ত্রিক ত্রুটির জেরেই এই আগুন লাগতে পারে। ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয়।