পুবের কলম প্রতিবেদকঃ বাগুইআটিতে বছর বাহাত্তুরের এক ব্যবসায়ীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম জগদীশ মল্লিক। রবিবার সকালে , ওই ব্যক্তির নিজের বাড়িতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে, বাথরুমের মেঝে থেকে জগদীশবাবুকে উদ্ধার করেন। ভিআইপি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ । স্থানীয় সূত্রে খবর, জগদীশবাবু পেশায় চাল ব্যবসায়ী। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তার এক ছেলে বিশ্বজিৎ মল্লিক পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছে। বিশ্বজিৎ-এর অভিযোগ, সম্পত্তি হাতিয়ে নেওয়ার ছকে তার বাবাকে খুন করা হয়েছে। এই মর্মে অভিযোগ পেয়ে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। ইতিমধ্যেই, বৃদ্ধের দুই নাতিকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করছে বাগুইআটি থানার পুলিশ। সম্পত্তি ও ব্যাবসায়িক সংক্রান্ত গোলযোগের কারণেই খুন হতে হয়েছে জগদীশবাবুকে এমনটাই মনে করছেন পুলিশ।





























