সমৃদ্ধ ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী
‘স্বদেশি দ্রব্য গ্রহণ ও বিদেশি দ্রব্য বর্জন’ : নরেন্দ্র মোদি
- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 180
পুবের কলম ওয়েবডেস্ক : স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর সামনে নতুন লক্ষ্যমাত্রা স্থির করলেন। শুধু স্বাধীন হওয়াই নয়, আগামী দিনে ভারতকে সমৃদ্ধ ও বিকশিত দেশের পর্যায়ে নিয়ে যাওয়ার ডাক দিলেন তিনি। ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে। তার আগেই ভারতকে বিকশিত এক দেশ হিসাবে গড়ে তোলার স্বপ্নের কথা আবারও মনে করিয়ে দিলেন তিনি।
মোদি বলেন, “আপাতত আমাদের একমাত্র লক্ষ্য সমৃদ্ধ ভারত গড়া।” কোটি কোটি মানুষের একযোগের চেষ্টা যেমন স্বাধীনতা এনেছিল, তেমনভাবেই তা দেশকে সমৃদ্ধও করতে পারবে। তিনি জোর দিলেন ‘স্বদেশি’ পণ্য ব্যবহারের দিকে। দামি বিদেশি পণ্য বর্জন করার আর্জি জানান তিনি। ‘দাম কম, দম বেশি’ মন্ত্রে দেশীয় উৎপাদনের মান বাড়িয়ে ভারতীয় পণ্যের প্রতি গর্ববোধ করারও কথা বলেন তিনি।
মোদি উল্লেখ করেন, সেমি কন্ডাক্টর থেকে আধুনিক প্রযুক্তি, যুদ্ধবিমানের ইঞ্জিন থেকে মহাকাশযান সবকিছুতেই আত্মনির্ভরতার পথে হাঁটছে দেশ। তাঁর বক্তব্য, “মজবুরি নয়, দেশীয় পণ্য আমাদের মজবুতি হোক।” এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদেরকে অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী হতে হয়, তাহলে বিদেশি জিনিসের ওপরে নির্ভরশীলতা কমাতে হবে। তা না হলে এটি সম্ভব নয়।
উনি আরও দাবি করেন, এতগুলো বছর ধরে শক্তি উৎপাদন করার জন্য বিদেশের মাটিতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। তা না করে যদি সেটা দেশে বিনিয়োগ করা হত, তা হলে উন্নয়নের অনেক কাজই সম্পন্ন করা যেত। প্রধানমন্ত্রীর মূল বার্তা, আত্মনির্ভরতা ও স্বদেশি ব্যবহারের মাধ্যমেই ভারত সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাবে।




















































