১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠকে ছিলেন ব্যোমিকা সিং, কে এই মহিলা অফিসার

চামেলি দাস
  • আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
  • / 129

পুবের কলম, ওয়েবডেস্ক: পহেলগাঁও হামাল ১৫দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত। জম্মু-কাশ্মীরে ২৬ জন পর্যটকের হত্যার জবাব অপারেশন সিঁদুর। মঙ্গলবার গভীর রাতে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী। বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে সে কথা জানায় ভারতীয় সেনা। সংবাদিক বৈঠকে ছিলেন বিদেশসচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। কীভাব পাকিস্তানে জঙ্গি ঘাটিঁগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয় তা ব্যাখ্যা করেন এই দুই অগ্নিকন্যা।

 ব্যোমিকা সিং। নামের মধ্যেই রয়েছে আকাশে ওড়ার স্বপ্ন। ব্যোমিকা অর্থ আকাশকন্যা। ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন ব্যোমিকা। বড় হয়ে আকাশে উড়ে বেড়াবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। স্কুলজীবন থেকেই ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)-এর অংশ ছিলেন ব্যোমিকা। স্কুলের পর ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন। তার পর পড়াশোনার পাট চুকিয়ে ২০০৪ সালে যোগদান করেন সশস্ত্র বাহিনীতে। প্রথমে ভারতীয় বায়ুসেনায় হেলিকপ্টার পাইলট হিসাবে কাজে যোগ দেন। তার পর ২০১৭ সালে উইং কমান্ডার পদে বহাল হন। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ২,৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে ওড়ার অভিজ্ঞতা রয়েছে ব্যোমিকার। জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে ‘চেতক’ বা ‘চিতা’র মতো হেলিকপ্টার উড়িয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এ কার্যকর হওয়া ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করল নবান্ন

ব্যোমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একাধিক উদ্ধার অভিযানেও। ২০২০ সালের নভেম্বরে অরুণাচল প্রদেশে ব্যোমিকার নেতৃত্বে একটি উদ্ধার অভিযান হয়েছিল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে সফল হয়েছিলেন। এত কিছুর পাশাপাশি পর্বতারোহণেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২১ সালে ব্যোমিকা মাউন্ট মনিরং (২১,৬৫০ ফুট)-এ আরোহণ করেন। সেই অভিযানে ছিলেন ভারতীয় সেনার তিন শাখার মহিলা প্রতিনিধিরাও।

আরও পড়ুন: ‘ভারতের আপত্তি’ সত্ত্বেও পাকিস্তানকে ৬ হাজার কোটির ঋণ মঞ্জুর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের

বুধবার সকালে এই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সেনার তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, তাতে বিদেশসচিব বিক্রম মিস্রির সঙ্গে ছিলে সোফিয়া কুরেশি এবং ব্যোমিকা সিং। কীভাবে কোথায় হামলা চালানো হয়েছে, সোফিয়া কুরেশির সঙ্গে তিনি সাংবাদিকদের সামনে ব্যাখ্যা করেন।

আরও পড়ুন: পাঞ্জাবে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার জ্যোতির বন্ধু জসবীর সিং

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠকে ছিলেন ব্যোমিকা সিং, কে এই মহিলা অফিসার

আপডেট : ৭ মে ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পহেলগাঁও হামাল ১৫দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত। জম্মু-কাশ্মীরে ২৬ জন পর্যটকের হত্যার জবাব অপারেশন সিঁদুর। মঙ্গলবার গভীর রাতে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী। বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে সে কথা জানায় ভারতীয় সেনা। সংবাদিক বৈঠকে ছিলেন বিদেশসচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। কীভাব পাকিস্তানে জঙ্গি ঘাটিঁগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয় তা ব্যাখ্যা করেন এই দুই অগ্নিকন্যা।

 ব্যোমিকা সিং। নামের মধ্যেই রয়েছে আকাশে ওড়ার স্বপ্ন। ব্যোমিকা অর্থ আকাশকন্যা। ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন ব্যোমিকা। বড় হয়ে আকাশে উড়ে বেড়াবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। স্কুলজীবন থেকেই ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)-এর অংশ ছিলেন ব্যোমিকা। স্কুলের পর ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন। তার পর পড়াশোনার পাট চুকিয়ে ২০০৪ সালে যোগদান করেন সশস্ত্র বাহিনীতে। প্রথমে ভারতীয় বায়ুসেনায় হেলিকপ্টার পাইলট হিসাবে কাজে যোগ দেন। তার পর ২০১৭ সালে উইং কমান্ডার পদে বহাল হন। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ২,৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে ওড়ার অভিজ্ঞতা রয়েছে ব্যোমিকার। জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে ‘চেতক’ বা ‘চিতা’র মতো হেলিকপ্টার উড়িয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এ কার্যকর হওয়া ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করল নবান্ন

ব্যোমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একাধিক উদ্ধার অভিযানেও। ২০২০ সালের নভেম্বরে অরুণাচল প্রদেশে ব্যোমিকার নেতৃত্বে একটি উদ্ধার অভিযান হয়েছিল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে সফল হয়েছিলেন। এত কিছুর পাশাপাশি পর্বতারোহণেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২১ সালে ব্যোমিকা মাউন্ট মনিরং (২১,৬৫০ ফুট)-এ আরোহণ করেন। সেই অভিযানে ছিলেন ভারতীয় সেনার তিন শাখার মহিলা প্রতিনিধিরাও।

আরও পড়ুন: ‘ভারতের আপত্তি’ সত্ত্বেও পাকিস্তানকে ৬ হাজার কোটির ঋণ মঞ্জুর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের

বুধবার সকালে এই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সেনার তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, তাতে বিদেশসচিব বিক্রম মিস্রির সঙ্গে ছিলে সোফিয়া কুরেশি এবং ব্যোমিকা সিং। কীভাবে কোথায় হামলা চালানো হয়েছে, সোফিয়া কুরেশির সঙ্গে তিনি সাংবাদিকদের সামনে ব্যাখ্যা করেন।

আরও পড়ুন: পাঞ্জাবে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার জ্যোতির বন্ধু জসবীর সিং