১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৬টি পরীক্ষার দিন বদল

পুবের কলম প্রতিবেদক:  স্নাতক ও স্নাতকোত্তরের ৬টি পরীক্ষার দিন বদল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ সূত্রের খবর,  জানুয়ারির ২৮ তারিখ থেকে ৩ ফেব্রুয়ারি যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলির দিনক্ষণ পালটে গিয়েছে। জানা গিয়েছে,  জেইই মেইনস পরীক্ষার জন্য আরও বেশি সংখ্যক পরীক্ষাকেন্দ্র চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

এর প্রেক্ষিতেই আরও বেশি সংখ্যক কলেজে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর তাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সূচি বদল হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফে জানানো হয়েছে, ২৮,৩০, ৩১ জানুয়ারি ও ১,২,৩ ফেব্রুয়ারির বদলে পরীক্ষাগুলি যথাক্রমে অনুষ্ঠিত হবে ১০, ১১, ১৩, ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

এদিকে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের কারণে পিছিয়ে গেল হাই মাদ্রাসার পরীক্ষাও। ফেব্রুয়ারির ২৭ তারিখ হাই মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাগরদিঘির উপনির্বাচনের কারণে সেই পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। ওই দিনের  পরিবর্তে পরীক্ষা হবে ৯ মার্চ। তবে দিন বদল হলেও পরীক্ষাকেন্দ্র এবং সময়ের কোনও পরিবর্তন হবে না। অপরদিকে আগামী ২৯ জানুয়ারি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, কর্মী ও সহায়িকা নিয়োগের লিখিত পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল। আপাতত সেই লিখিত পরীক্ষা স্থগিত থাকছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শহীদ আবদুল হামিদের নামাঙ্কিত স্কুলের নাম বদল

এদিকে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচনের জেরে বদলে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। উপ-নির্বাচনের জন্য একটি বিষয়ের পরীক্ষার সূচির হেরফের করা হয়েছে। বাকি সূচি অপরিবর্তিত আছে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: নয়া শিক্ষানীতি মেনে পরীক্ষা দায়িত্ব এবার কলেজগুলিকে

পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেখা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি (সোমবার) সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সঙ্গে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন মিলে গিয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা আয়োজন করা হবে। ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার যে সময় এবং পরীক্ষাকেন্দ্র ছিল, তা ১ মার্চের পরীক্ষার ক্ষেত্রেও একই থাকবে।

সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৬টি পরীক্ষার দিন বদল

আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক:  স্নাতক ও স্নাতকোত্তরের ৬টি পরীক্ষার দিন বদল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ সূত্রের খবর,  জানুয়ারির ২৮ তারিখ থেকে ৩ ফেব্রুয়ারি যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলির দিনক্ষণ পালটে গিয়েছে। জানা গিয়েছে,  জেইই মেইনস পরীক্ষার জন্য আরও বেশি সংখ্যক পরীক্ষাকেন্দ্র চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

এর প্রেক্ষিতেই আরও বেশি সংখ্যক কলেজে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর তাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সূচি বদল হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফে জানানো হয়েছে, ২৮,৩০, ৩১ জানুয়ারি ও ১,২,৩ ফেব্রুয়ারির বদলে পরীক্ষাগুলি যথাক্রমে অনুষ্ঠিত হবে ১০, ১১, ১৩, ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

এদিকে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের কারণে পিছিয়ে গেল হাই মাদ্রাসার পরীক্ষাও। ফেব্রুয়ারির ২৭ তারিখ হাই মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাগরদিঘির উপনির্বাচনের কারণে সেই পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। ওই দিনের  পরিবর্তে পরীক্ষা হবে ৯ মার্চ। তবে দিন বদল হলেও পরীক্ষাকেন্দ্র এবং সময়ের কোনও পরিবর্তন হবে না। অপরদিকে আগামী ২৯ জানুয়ারি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, কর্মী ও সহায়িকা নিয়োগের লিখিত পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল। আপাতত সেই লিখিত পরীক্ষা স্থগিত থাকছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শহীদ আবদুল হামিদের নামাঙ্কিত স্কুলের নাম বদল

এদিকে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচনের জেরে বদলে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। উপ-নির্বাচনের জন্য একটি বিষয়ের পরীক্ষার সূচির হেরফের করা হয়েছে। বাকি সূচি অপরিবর্তিত আছে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: নয়া শিক্ষানীতি মেনে পরীক্ষা দায়িত্ব এবার কলেজগুলিকে

পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেখা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি (সোমবার) সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সঙ্গে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন মিলে গিয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা আয়োজন করা হবে। ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার যে সময় এবং পরীক্ষাকেন্দ্র ছিল, তা ১ মার্চের পরীক্ষার ক্ষেত্রেও একই থাকবে।