১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নগ্নতা প্রকাশ করে পরা যাবে না এমন পোষাক, ঘোষণা কান ফিল্ম ফেস্টিভ্যাল আয়জকদের

চামেলি দাস
  • আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার
  • / 158

পুবের কলম, ওয়েবডেস্ক: শুরু হওয়ার আগেই চর্চায় ৭৮ তম কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। তবে সেই চর্চায় নেই কোনও সিনেমা। বিশ্বের সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র উৎসবের নেতৃস্থানীয় সংস্থা গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের রেড কার্পেটে অতিথিদের জন্য পোশাকবিধি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পরামর্শে বলা হয়েছে, ‘‘শালীনতার কারণে রেড কার্পেট বা উৎসবের অন্য যেকোনো ক্ষেত্রে নগ্নতা প্রচার করতে পারে এমন পোষাক নিষিদ্ধ’’। সেই সঙ্গে যে সব পোশাকের সঙ্গে লম্বা অতিরিক্ত কাপড় জোড়া থাকে সেই পোশাকও নিষিদ্ধ করা হয়েছে। অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, এলিগ্যান্স ধরে রাখতে ও অদ্ভুত ফ্যাশন অনুষ্ঠান বিরত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কানের রেড কার্পেটে ঐশ্বর্যর লুক ঘিরে তুমুল চর্চা

গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের গালা প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে ১০টার দিকে। সন্ধ্যার পোশাক (লম্বা পোশাক, টাক্সেডো) বাধ্যতামূলক। বিকল্পভাবে, আপনি ‘একটি ছোট কালো পোশাক’, ককটেল ড্রেস, গাঢ় রঙের প্যান্টস্যুট, কালো প্যান্ট-সহ ড্রেসি টপ; হিল-সহ বা ছাড়া মার্জিত জুতা এবং স্যান্ডেল (কোনও স্নিকার্স নেই), বো-টাই বা গাঢ় রঙের টাই-সহ একটি কালো বা নেভি-ব্লু স্যুট পরতে পারেন।

শরীরের বিভিন্ন অংশ দেখা যায়, বিশাল গাউন যার আবার লম্বা ট্রেইল রয়েছে এমন পোশাক যেমন রেড কার্পেটে নিষিদ্ধ তেমনই মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি করে, প্রেক্ষাগৃহে এবং অন্যান্য স্থানে বসার ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি করে এমন পোশাকও ফিল্ম ফেস্টিভ্যালে নিষিদ্ধ। পোশাকের পাশাপাশি এলিগ্যান্ট ফুটওয়্যার পরতে হবে। স্নিকার্স, টোট ব্যাগ, ব্যাকপ্যাক বা বড় ব্যাগও অনুমোদিত নয় ফেস্টিভ্যালে। যদি কেউ পোশাকের নিয়ম বিধি লংঘন করেন তবে তিনি রেড কার্পেটে হাঁটতে পারবেন না বলেও স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ১৩ মে। চলবে ২৪ মে পর্যন্ত। একাধিক আন্তর্জাতিক সিনেমার মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত অরন্যের দিন রাত্রি সিনেমা ফের একবার দেখানো হবে কান ফিল্ম ফেস্টিভ্যালে। ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে এই বছর উৎসবে যোগ দেবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, করণ জোহর, শর্মিলা ঠাকুর এবং নিতাংশী গোয়েল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নগ্নতা প্রকাশ করে পরা যাবে না এমন পোষাক, ঘোষণা কান ফিল্ম ফেস্টিভ্যাল আয়জকদের

আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শুরু হওয়ার আগেই চর্চায় ৭৮ তম কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। তবে সেই চর্চায় নেই কোনও সিনেমা। বিশ্বের সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র উৎসবের নেতৃস্থানীয় সংস্থা গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের রেড কার্পেটে অতিথিদের জন্য পোশাকবিধি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পরামর্শে বলা হয়েছে, ‘‘শালীনতার কারণে রেড কার্পেট বা উৎসবের অন্য যেকোনো ক্ষেত্রে নগ্নতা প্রচার করতে পারে এমন পোষাক নিষিদ্ধ’’। সেই সঙ্গে যে সব পোশাকের সঙ্গে লম্বা অতিরিক্ত কাপড় জোড়া থাকে সেই পোশাকও নিষিদ্ধ করা হয়েছে। অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, এলিগ্যান্স ধরে রাখতে ও অদ্ভুত ফ্যাশন অনুষ্ঠান বিরত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কানের রেড কার্পেটে ঐশ্বর্যর লুক ঘিরে তুমুল চর্চা

গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের গালা প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে ১০টার দিকে। সন্ধ্যার পোশাক (লম্বা পোশাক, টাক্সেডো) বাধ্যতামূলক। বিকল্পভাবে, আপনি ‘একটি ছোট কালো পোশাক’, ককটেল ড্রেস, গাঢ় রঙের প্যান্টস্যুট, কালো প্যান্ট-সহ ড্রেসি টপ; হিল-সহ বা ছাড়া মার্জিত জুতা এবং স্যান্ডেল (কোনও স্নিকার্স নেই), বো-টাই বা গাঢ় রঙের টাই-সহ একটি কালো বা নেভি-ব্লু স্যুট পরতে পারেন।

শরীরের বিভিন্ন অংশ দেখা যায়, বিশাল গাউন যার আবার লম্বা ট্রেইল রয়েছে এমন পোশাক যেমন রেড কার্পেটে নিষিদ্ধ তেমনই মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি করে, প্রেক্ষাগৃহে এবং অন্যান্য স্থানে বসার ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি করে এমন পোশাকও ফিল্ম ফেস্টিভ্যালে নিষিদ্ধ। পোশাকের পাশাপাশি এলিগ্যান্ট ফুটওয়্যার পরতে হবে। স্নিকার্স, টোট ব্যাগ, ব্যাকপ্যাক বা বড় ব্যাগও অনুমোদিত নয় ফেস্টিভ্যালে। যদি কেউ পোশাকের নিয়ম বিধি লংঘন করেন তবে তিনি রেড কার্পেটে হাঁটতে পারবেন না বলেও স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ১৩ মে। চলবে ২৪ মে পর্যন্ত। একাধিক আন্তর্জাতিক সিনেমার মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত অরন্যের দিন রাত্রি সিনেমা ফের একবার দেখানো হবে কান ফিল্ম ফেস্টিভ্যালে। ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে এই বছর উৎসবে যোগ দেবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, করণ জোহর, শর্মিলা ঠাকুর এবং নিতাংশী গোয়েল।