ক্যানিংয়ে ট্রেনে বসার জায়গা নিয়ে বচসা, আহত ২০-২২ জন

- আপডেট : ৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 14
উজ্জ্বল বন্দ্যেপাধ্যায় : ট্রেনে বসার জায়গা নিয়ে গন্ডগোলে চাঞ্চল্য ছড়াল।শিয়ালদহ দক্ষিন শাখার ক্যানিং লোকালে সোমবার রাতের ডাউন ৯ টা ৩৮-এর ক্যানিং লোকাল পিয়ালি স্টেশন ছাড়লেই দুই দল ট্রেন যাত্রীর মধ্যে বিবাদ বাধে। প্রথমে বচসা, পরে তা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন ট্রেন যাত্রীকে তালদি স্টেশনে নামিয়েও মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনায় মোট ২০ থেকে ২২ জন ট্রেন যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে সোমবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।তারকেশ্বর থেকে পুজো দিয়ে একদল পুন্যার্থী ট্রেনে করে ফিরছিলেন ক্যানিংয়ের উদ্দেশ্যে। একই কামড়ায় তাঁরা ওঠেন। তাঁদের সাথে পুজার সামগ্রী, বাঁক সহ অন্যান্য জিনিষপত্র ছিল। এসব নিয়েই অন্যান্য ট্রেন যাত্রীদের সাথে প্রথম থেকেই বচসা হয়। বচসা বাড়ে পিয়ালি স্টেশন ছাড়ার পর থেকেই।
অভিযোগ পুজার সামগ্রী সহ অন্যান্য জিনিষপত্র ভাংচুর করতে শুরু করে তালদির একদল যাত্রী। দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়ে যায়। কয়েকজন যাত্রীকে তালদি স্টেশনে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। আর এই ঘটনায় আহত হয়েছেন ক্যানিং এলাকার প্রায় জনা কুড়ি যাত্রী। আহতদের রাতেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রেল পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।