১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
৩২ সপ্তাহের গর্ভবতীকে গর্ভপাতের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট

সামিমা এহসানা
- আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: ৩২ সপ্তাহের গর্ভবতী আবেদন করেছিলেন গর্ভপাতের জন্য। সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারীর আইনজীবীর দাবি, ওই মহিলা বিধবা, তাছাড়া সন্তানকে একা হাতে মানুষ করার মত মানসিক অবস্থা তার নেই। স্বামীর মৃত্যুর পর সে বিধ্বস্থ। ওই আবেদনের শুনানি চলছিল বিচারপতি বেলা এম ত্রিবেদী ও প্রসন্ন বি ভারালের বেঞ্চে। সেখানে বিচারপতিরা বলেন, শিশু হত্যার অনুমতি দিতে পারবেন না তারা। কারণ চিকিৎসকদের মতে, ওই শিশু সম্পূর্ণ সুস্থ। তাই বিশেষ আইনের বলে তাকে হত্যার অনুমতি দিতে পারে না আদালত।
আদালতের নির্দেশ, প্রয়োজনে ওই শিশুকে জন্ম দেওয়ার পর তাকে দত্তকের জন্য সরকারের হাতে তুলে দিতে পারে আবেদনকারী।
Tag :
৩২ সপ্তাহের গর্ভবতীকে গর্ভপাতের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট Cant Permit Foeticide Court Rejects Termination Of 32 Week Pregnancy