পুবের কলম, ওয়েবডেস্কঃ পাকিস্তানের স্কুল শিক্ষকদের ড্রেস কোড তৈরি করেছে দেশটির শিক্ষামন্ত্রক বা ডিরেক্টরেট অফ এডুকেশন। নয়া এক নির্দেশে জানানো হয়েছে, দেশটির শিক্ষকরা এখন থেকে স্কুলে জিন্স ও টিশার্ট পরে আসতে পারবেন না। ইতিমধ্যেই এই নির্দেশনা পাঠানো হয়েছে বিভিন্ন স্কুল ও কলেজে। শুধু তাই নয়, শিক্ষকদের নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এজন্য তাদের নিয়মিত গোসল করতে হবে– দেহে বা চুলে তেল ব্যবহার করতে হবে,চুল ও দাড়ি ছাঁটতে হবে, নখ কাটতে হবে। পাক শিক্ষা মন্ত্রকের এই নির্দেশ মূলত অফিস চলাকালীন বা মিটিংয়ে মেনে চলতে হবে। ক্লাসরুমে প্রত্যেক শিক্ষককে বিশেষ গাউন পরে ক্লাস নিতে হবে। ল্যাবেরটরিতে ল্যাব কোট পরিধান আবশ্যক করা হয়েছে। মূলত স্কুলে শিক্ষকদের টাইট পোশাক পরতে নিষেধ করা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে সালওয়ার কামিজ পরা যাবে, তবে বাইরে বের হলে হিজাব বা স্কার্ফ পরতেই হবে। পুরুষ শিক্ষকরা ক্লাসে ঢিলে ঢালা জামা ও প্যান্ট পরতে পারবেন। তবে জিন্স কোনওভাবেই অনুমোদিত নয়। বর্ষা ও শীতে শিক্ষকরা হালকা রংয়ের রেনকোট– ব্লেজার– শাল পরতে পারবেন। শিক্ষকদের চটি পরা নিষিদ্ধ।
০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পরা যাবে না জিন্স-টিশার্ট, পাক স্কুল শিক্ষকদের নয়া ড্রেস কোড
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
- 60
সর্বধিক পাঠিত






















