আইপিএস অফিসারের বাড়িতে কাড়ি কাড়ি টাকা ও বিপুল সোনা, গ্রেফতার পঞ্জাবের ডিআইজি

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 177
পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএস অফিসারের বাড়িতে কাড়ি কাড়ি টাকা ও বিপুল সোনা উদ্ধার করল সিবিআই। অভিযুক্ত আইপিএসকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, পঞ্জাবের আইপিএস অফিসারের বাড়ি থেকে উদ্ধার হল ৫ কোটি নগদ, বিপুল পরিমাণে সোনার গহনা, দামি ঘড়ি থেকে লাক্সারি গাড়ি।
ডিআইজি পোস্টে কর্মরত হরচরণ সিং ভুল্লার ২০০৯ সালের ব্যাচের আইপিএস অফিসার। এক ব্যবসায়ীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস চলছিল, সেই মামলা ধামাচাপা দিতেই ৮ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। সিবিআই সূত্রে খবর, পঞ্জাবের রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে আইপিএস-এর হয়ে মিডলম্যানের কাজ করত কৃষ্ণা নামে এক ব্যক্তি। তাকেও গ্রেফতার করেছে সিবিআই।
জানা গিয়েছে, একটি মামলায় আকাশ বাট্টা নামক এক ব্যবসায়ীকে হুমকি দিয়েছিলেন ডিআইজি। ওই ব্যবসায়ীর কাছে ৮ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন তিনি। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবেন বলেও হুমকি দিয়েছিলেন অভিযুক্ত আইপিএস। এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী।
তারপরই তদন্ত নামে সিবিআই। এদিন মোহালি, রোপার ও চণ্ডীগঢ়ে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। এছাড়া দেড় কেজি সোনার গহনা, মার্সিডিজ ও অডি গাড়ি, ২২টি দামি ঘড়ি, ৪০ লিটার বিদেশি মদ, শটগান, পিস্তল, রিভলভার, এয়ারগানে অস্ত্র উদ্ধার হয়েছে।