কর্ণাটকে জাতি সমীক্ষার কারণে ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি স্কুল বন্ধ থাকবে: সিদ্দারামাইয়া
- আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 224
পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলি ছুটি থাকবে, যাতে সমীক্ষায় যুক্ত শিক্ষকরা চলমান সামাজিক ও শিক্ষাগত সমীক্ষা (যা ‘জাতি সমীক্ষা’ নামে পরিচিত) সম্পূর্ণ করতে পারেন।
সমীক্ষা মঙ্গলবারই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি জেলায় কাজ পিছিয়ে পড়ায় মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সহকর্মীরা আরও ১০ দিনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রী জানান, “৭ অক্টোবর সমীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে কিছু জেলায় কাজ প্রায় সম্পূর্ণ হলেও অন্য কিছু জেলায় পিছিয়ে আছে।”
উদাহরণস্বরূপ, কোপ্পল জেলায় ৯৭ শতাংশ সমীক্ষা সম্পন্ন হয়েছে, কিন্তু উডুপি ও দক্ষিণ কন্নড় জেলায় তা যথাক্রমে ৬৩ ও ৬০ শতাংশ। মুখ্যমন্ত্রী বলেন, “সমগ্র রাজ্যে আমরা যতটা আশা করেছিলাম, ততটা কাজ সম্পূর্ণ হয়নি।”
তিনি আরও জানান, ১৮ অক্টোবর পর্যন্ত বাকি আট কার্যদিবসেই সমীক্ষা শেষ হবে। মধ্যবর্তী পরীক্ষায় যুক্ত শিক্ষকরা সমীক্ষা থেকে অব্যাহতি পাবেন। এছাড়া, সমীক্ষা চলাকালীন প্রাণ হারানো তিনজন কর্মীর পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

































