১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগ মামলার তদন্তে বুধ সন্ধ্যায় ফের বিকাশভবনে সিবিআই

 

 

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

 

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

পুবের কলম ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ মামলার তদন্তে বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ বিকাশভবনে হানা দিল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজ্যের শিক্ষা সচিব মণীশ  জৈনকে। বেশ দীর্ঘসময় ধরেই শিক্ষাসচিবের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা।  চলছে নথি সংগ্রহের কাজ ।

আরও পড়ুন: পার্থের জামিন মামলায় হাইকোর্টে রিপোর্ট জানাতে ‘সময়’ নিল সিবিআই

জানা যাচ্ছে কদিন নিয়োগ-মামলায় ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য আসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গোয়েন্দার হাতে। তার প্ররিপ্রেক্ষিতে আরও তথ্যের সন্ধানে সিবিআই  বুধ সন্ধ্যায় হানা দেয় বিকাশ ভবনে।

উল্লেখ্য গত নভেম্বর মাসেও সিবিআই হানা দেয় বিকাশ ভবনে । সেখানে ৬ তলায় গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দফতর লাগোয়া ঘরে কম্পিউটার ও নথিপত্র পরীক্ষা করে দেখেন।

তবে হটাৎ করেই কেন সিবিআই ফের বিকাশভবনে এল তা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন গোয়েন্দারা।

 

সর্বধিক পাঠিত

নাবালককে বেআইনিভাবে জেল: বিহার সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিক্ষক নিয়োগ মামলার তদন্তে বুধ সন্ধ্যায় ফের বিকাশভবনে সিবিআই

আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার

 

 

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

 

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

পুবের কলম ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ মামলার তদন্তে বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ বিকাশভবনে হানা দিল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজ্যের শিক্ষা সচিব মণীশ  জৈনকে। বেশ দীর্ঘসময় ধরেই শিক্ষাসচিবের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা।  চলছে নথি সংগ্রহের কাজ ।

আরও পড়ুন: পার্থের জামিন মামলায় হাইকোর্টে রিপোর্ট জানাতে ‘সময়’ নিল সিবিআই

জানা যাচ্ছে কদিন নিয়োগ-মামলায় ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য আসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গোয়েন্দার হাতে। তার প্ররিপ্রেক্ষিতে আরও তথ্যের সন্ধানে সিবিআই  বুধ সন্ধ্যায় হানা দেয় বিকাশ ভবনে।

উল্লেখ্য গত নভেম্বর মাসেও সিবিআই হানা দেয় বিকাশ ভবনে । সেখানে ৬ তলায় গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দফতর লাগোয়া ঘরে কম্পিউটার ও নথিপত্র পরীক্ষা করে দেখেন।

তবে হটাৎ করেই কেন সিবিআই ফের বিকাশভবনে এল তা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন গোয়েন্দারা।