০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিশীথ মামলায় পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সিবিআইয়ের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 31

পারিজাত মোল্লা: এবার অসহযোগর অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার মামলায় রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুললো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চে এই অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের তরফে । গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটায় নিশীথ প্রামাণিক গাড়িতে হামলার অভিযোগ ওঠে।সেই ঘটনার তদন্তভার সিবিআই-কে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত। তবে সিবিআই-এর অভিযোগ, এখনও সেই নথি হস্তান্তর করেনি রাজ্য পুলিশ। এরফলে তদন্ত শুরু করা যাচ্ছেনা। কলকাতা হাইকোর্ট  সিবিআই-কে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করে আদালত।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননায় কমিশনের হলফনামা তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

অতি সম্প্রতি কলকাতা  হাইকোর্টের তত্‍কালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে  সিবিআই অভিযোগ করেছিল যে , নিশীথ প্রামাণিকের মামলায় সিবিআইয়ের সঙ্গে কোনও সহযোগিতা করছে না রাজ্য পুলিশ। মঙ্গলবার  আরও একবার এই বিষয়টি উল্লেখ করা হয়।সিবিআই-এর অভিযোগ, -‘মামলার সমস্ত নথি হস্তান্তর করা হচ্ছে না’।

আরও পড়ুন: আদালত অবমাননায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী, চিঠি সেক্রেটারিকে

গত শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, -‘ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য’।

তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব স্পষ্ট করে দিয়েছিলেন,-‘ যেহেতু এখনও পর্যন্ত কোনও স্থগিতাদেশ নেই, তাই এই আদালত চায়, তার নির্দেশকে মান্যতা দেওয়া হোক’। কিন্তু তারপরও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ।

উল্লেখ্য,  গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভাঙার পাশাপাশি, গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের বিরুদ্ধেও বুড়িরহাট অঞ্চলে তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেসময়ে পুলিশের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক। তাঁর বক্তব্য, “গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে।”

এবার সিবিআই-এর নথি না দেওয়ার অভিযোগ রাজ্য পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিশীথ মামলায় পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সিবিআইয়ের

আপডেট : ৫ এপ্রিল ২০২৩, বুধবার

পারিজাত মোল্লা: এবার অসহযোগর অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার মামলায় রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুললো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চে এই অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের তরফে । গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটায় নিশীথ প্রামাণিক গাড়িতে হামলার অভিযোগ ওঠে।সেই ঘটনার তদন্তভার সিবিআই-কে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত। তবে সিবিআই-এর অভিযোগ, এখনও সেই নথি হস্তান্তর করেনি রাজ্য পুলিশ। এরফলে তদন্ত শুরু করা যাচ্ছেনা। কলকাতা হাইকোর্ট  সিবিআই-কে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করে আদালত।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননায় কমিশনের হলফনামা তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

অতি সম্প্রতি কলকাতা  হাইকোর্টের তত্‍কালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে  সিবিআই অভিযোগ করেছিল যে , নিশীথ প্রামাণিকের মামলায় সিবিআইয়ের সঙ্গে কোনও সহযোগিতা করছে না রাজ্য পুলিশ। মঙ্গলবার  আরও একবার এই বিষয়টি উল্লেখ করা হয়।সিবিআই-এর অভিযোগ, -‘মামলার সমস্ত নথি হস্তান্তর করা হচ্ছে না’।

আরও পড়ুন: আদালত অবমাননায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী, চিঠি সেক্রেটারিকে

গত শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, -‘ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য’।

তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব স্পষ্ট করে দিয়েছিলেন,-‘ যেহেতু এখনও পর্যন্ত কোনও স্থগিতাদেশ নেই, তাই এই আদালত চায়, তার নির্দেশকে মান্যতা দেওয়া হোক’। কিন্তু তারপরও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ।

উল্লেখ্য,  গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভাঙার পাশাপাশি, গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের বিরুদ্ধেও বুড়িরহাট অঞ্চলে তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেসময়ে পুলিশের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক। তাঁর বক্তব্য, “গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে।”

এবার সিবিআই-এর নথি না দেওয়ার অভিযোগ রাজ্য পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।