এখনই গ্রেফতার করতে পারবে না সিবিআই, সাময়িক স্বস্তিতে মানিক

- আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 10
পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্ট যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় উত্তরপত্র নষ্ট করে দেওয়ার অভিযোগে মানিক ভট্টাচার্যকে প্রয়োজনে সিবিআই গ্রেফতার (মঙ্গলবার রাতের মধ্যে, তবে তদন্তে অসহযোগিতা করলে) করতে পারে বলে নির্দেশ জারি করে থাকে।
সেখানে সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্য এর দাখিল করা আপিল পিটিশন মামলায় জানিয়ে দিল মঙ্গলবার গ্রেফতার করতে পারবে না সিবিআই, কেননা আজ অর্থাৎ বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিলেও বিধায়ক মানিক ভট্টাচার্যকে বুধবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়।
বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন, চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিককে গ্রেফতারও করতে পারবে সিবিআই।
তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে আপাতত আইনী স্বস্তিতে মানিক। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, বুধবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না মানিককে। যদিও মানিককে সিবিআই দফতরের হাজিরা দেওয়ার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, তা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের উত্তরপত্র নষ্ট করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য কে সে বিষয়েই সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে। আদালত জানিয়ে দিয়েছিল, মঙ্গলবার রাত ৮টার মধ্যেই মানিককে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তিনি যদি তদন্তে সহযোগিতা না করেন, তা হলে সিবিআই তাঁকে হেফাজতে নিয়েও জেরা করতে পারবে বলে জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।