১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, ২২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

চামেলি দাস
  • আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 159

পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট পেশ। কিরু জলবিদ্যুৎ দুর্নীতি মামলায় চার্জশিট দিল সিবিআই। বৃহস্পতিবার একই অভিযোগে সত্যপাল ছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই।

২০২২ সালে কিরু জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে জানায় জম্মু-কাশ্মীর সরকার। বেশ কিছু ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপরই ২০২৪ সালে এই প্রকল্পে ২২০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে। এরপরই দিল্লি ও জম্মু-কাশ্মীরের মোট আটটি জায়গায় অভিযান চালায় সিবিআই।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

২৩ আগস্ট ২০১৮ থেকে ৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক। কিরু জলবিদ্যুৎ প্রকল্পের দু’টি ফাইল পাশ করে দেওয়ার শর্তে তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন সত্যপাল মালিক।

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সব অভিযোগ অস্বীকার করেছেন সত্যপাল। তিনি লেখেন, “তিন-চার দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছি। তার পরেও আমার বাড়িতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি আমার গাড়ির ড্রাইভার ও সহকারীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে। শুধু শুধু হয়রানির চেষ্টা করা হচ্ছে।”

আরও পড়ুন: ত্রিনিদাদে প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, ২২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট পেশ। কিরু জলবিদ্যুৎ দুর্নীতি মামলায় চার্জশিট দিল সিবিআই। বৃহস্পতিবার একই অভিযোগে সত্যপাল ছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই।

২০২২ সালে কিরু জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে জানায় জম্মু-কাশ্মীর সরকার। বেশ কিছু ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপরই ২০২৪ সালে এই প্রকল্পে ২২০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে। এরপরই দিল্লি ও জম্মু-কাশ্মীরের মোট আটটি জায়গায় অভিযান চালায় সিবিআই।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

২৩ আগস্ট ২০১৮ থেকে ৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক। কিরু জলবিদ্যুৎ প্রকল্পের দু’টি ফাইল পাশ করে দেওয়ার শর্তে তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন সত্যপাল মালিক।

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সব অভিযোগ অস্বীকার করেছেন সত্যপাল। তিনি লেখেন, “তিন-চার দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছি। তার পরেও আমার বাড়িতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি আমার গাড়ির ড্রাইভার ও সহকারীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে। শুধু শুধু হয়রানির চেষ্টা করা হচ্ছে।”

আরও পড়ুন: ত্রিনিদাদে প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান পেলেন মোদি