টাকি ও বাদুড়িয়া পৌরসভায় সিবিআই প্রতিনিধি দল

- আপডেট : ৭ জুন ২০২৩, বুধবার
- / 31
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: রাজ্যের একাধিক পৌরসভার পাশাপাশি বসিরহাটের টাকি ও বাদুড়িয়া পৌরসভায় তদন্ত চালালো সিবিআই। বুধবার সকালে সাড়ে এগারোটা নাগাদ টাকি পৌরসভায় এসে পৌঁছায় সিবিআই-এর নয় সদস্যের এক প্রতিনিধি দল। তারা টাকি পৌরসভায় ঢুকে একদিকে যেমন একাধিক আধিকারিক ও পৌর কর্মীদের একাধিক বিষয়ে জেরা করলেন।
অন্যদিকে একাধিক নথি তারা খতিয়ে দেখেন। নিয়োগ সংক্রান্ত কোনও দুর্নীতি আছে কিনা অথবা এই দুর্নীতির সঙ্গে কারা কারা জড়িত আছেন অথবা আদৌ টাকি পৌরসভার কোনরকম দুর্নীতি হয়েছে কিনা পুরোটাই তারা খতিয়ে দেখেন। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা এই জেরা প্রক্রিয়া একপ্রকার ম্যারাথন জেরার আকার ধারণ করে।
অন্যদিকে বাদুড়িয়া পৌরসভাতেও ৪ সদস্যের সিবিআই প্রতিনিধি দল পৌঁছায়। সেখানেও তারা পৌর আধিকারিক সহ পৌর কর্মী ও জনপ্রতিনিধিদেরকে জিজ্ঞাসাবাদ করে জেরা চালান। পৌরসভায় নিয়োগ সহ আবাস যোজনায় কোনরকম দুর্নীতি রয়েছে কিনা পাশাপাশি কোন জনপ্রতিনিধি বা আধিকারিক পৌরসভা সংক্রান্ত কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা পুরোটাই খতিয়ে দেখছেন তারা। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ সিবিআই আধিকারিকরা পুরসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কলকাতায় ফেরার উদ্দেশ্যে রওনা দেন।