পুবের কলম, ওয়েবডেস্ক: সাতসকালে ফের সক্রিয় হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্তে মঙ্গলবার সকাল থেকে নিউ আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িসহ রাজ্যের পাঁচটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। নিউ টাউনসহ একাধিক এলাকায় চলছে এই অভিযান।
সিবিআই সূত্রে জানা গেছে, বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির নির্দিষ্ট তথ্য হাতে পাওয়ার পরই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থ কোথায় এবং কীভাবে সরানো হয়েছে, তা খতিয়ে দেখতেই ভোররাত থেকে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় পৌঁছে যান। বর্তমানে সিবিআইয়ের পাঁচটি পৃথক দল এই অভিযানে অংশ নিয়েছে।
এদিকে, তল্লাশিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে পুরো অভিযান। অতীতে ইডির তল্লাশির সময় বাধার মুখে পড়ার অভিযোগ ওঠায়, যাতে সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই এদিন অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। তল্লাশি চলা প্রতিটি এলাকাতেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে অভিযান শেষে এই ব্যাঙ্ক প্রতারণা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

































