১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম স্থগিতাদেশ সত্ত্বেও অভিষেককে সমন, মঙ্গলবার ডাক দিল সিবিআই

পুবের কলম প্রতিবেদক: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ ধরালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। জানা  গিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোমবারই শীর্ষকোর্টে স্বস্তি পান। তারপরও সিবিআই তলব নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

প্রসঙ্গত, রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এবং বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় অন্তর্র্বতী স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

আগামী ২৪ এপ্রিল সেই মামলার পরবর্তী শুনানি বলেও ঠিক হয়েছে। কিন্তু সুপ্রিম নির্দেশের পরও সোমবার বেলা ১টা নাগাদ হাজিরার নোটিশ পাঠানো হয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে। সূত্রের খবর, শীর্ষকোর্টের স্থগিতাদেশ থাকার পরেও কেন ডাকা হল, তার জন্য সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলতে শুরু করেছে ঘাসফুল শিবির।

 জানা গিয়েছে, দিনকয়েক আগে কুন্তল ঘোষের লেখা একটি চিঠি ঘিরে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসে। তিনি অভিযোগ করেন যে, সিবিআই আধিকারিকরা অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে।

এ দিকে গত ২৯ মার্চ শহিদ মিনারের সভায় অভিষেকও  দাবি করেছিলেন- মদন মিত্র, কুণাল ঘোষদের দিয়ে একসময় জোর করে তাঁর নাম বলানোর চেষ্টা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর আদালতে পেশের সময় কুন্তল ঘোষের গলাতেও শোনা যায় একই সুর।

 তাঁর দাবি, সিবিআই আধিকারিকরা অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছেন। বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পর্যবেক্ষণ ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। তিনি অভিষকের বক্তব্যের সঙ্গে কুন্তলের যোগ থাকতে পারে বলে পর্যবেক্ষণে জানান। এ নিয়েই সুপ্রিমকোর্ট যান অভিষেক। তাতে স্থগিতাদেশ দেওয়া হয়। তার মধ্যেই সিবিআই তলব করল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম স্থগিতাদেশ সত্ত্বেও অভিষেককে সমন, মঙ্গলবার ডাক দিল সিবিআই

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ ধরালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। জানা  গিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোমবারই শীর্ষকোর্টে স্বস্তি পান। তারপরও সিবিআই তলব নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

প্রসঙ্গত, রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এবং বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় অন্তর্র্বতী স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

আগামী ২৪ এপ্রিল সেই মামলার পরবর্তী শুনানি বলেও ঠিক হয়েছে। কিন্তু সুপ্রিম নির্দেশের পরও সোমবার বেলা ১টা নাগাদ হাজিরার নোটিশ পাঠানো হয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে। সূত্রের খবর, শীর্ষকোর্টের স্থগিতাদেশ থাকার পরেও কেন ডাকা হল, তার জন্য সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলতে শুরু করেছে ঘাসফুল শিবির।

 জানা গিয়েছে, দিনকয়েক আগে কুন্তল ঘোষের লেখা একটি চিঠি ঘিরে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসে। তিনি অভিযোগ করেন যে, সিবিআই আধিকারিকরা অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে।

এ দিকে গত ২৯ মার্চ শহিদ মিনারের সভায় অভিষেকও  দাবি করেছিলেন- মদন মিত্র, কুণাল ঘোষদের দিয়ে একসময় জোর করে তাঁর নাম বলানোর চেষ্টা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর আদালতে পেশের সময় কুন্তল ঘোষের গলাতেও শোনা যায় একই সুর।

 তাঁর দাবি, সিবিআই আধিকারিকরা অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছেন। বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পর্যবেক্ষণ ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। তিনি অভিষকের বক্তব্যের সঙ্গে কুন্তলের যোগ থাকতে পারে বলে পর্যবেক্ষণে জানান। এ নিয়েই সুপ্রিমকোর্ট যান অভিষেক। তাতে স্থগিতাদেশ দেওয়া হয়। তার মধ্যেই সিবিআই তলব করল।