অনুব্রত মণ্ডলের পাসপোর্ট আধার ও প্যান কার্ড চাইল সিবিআই

- আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার
- / 11
পুবের কলম প্রতিবেদক: বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের পাসপোর্ট-আধার কার্ড- প্যান কার্ড-ভোটার কার্ডের মতো বিভিন্ন নথি তলব করল সিবিআই। জানা গিয়েছে, ইতিমধ্যেই পাসপোর্ট বাদে বাকি সব নথি সিবিআই-এর কাছে জমাও দিয়েছেন ওই তৃণমূল নেতা। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুব্রত জানিয়েছেন, তাঁর পাসপোর্ট নেই। অনুব্রত মণ্ডল কোনওভাবে বিদেশ গেলে সঙ্গে সঙ্গে যাতে তাদের জানানো হয় এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াকে সেই মর্মে বার্তাও দিয়ে রেখেছে সিবিআই।
অনুব্রত মণ্ডলকে বারবার তলব করা হলেও তিনি সিবিআই দফতরে হাজিরা এড়িয়ে যাচ্ছেন। মেডিক্যাল রেকর্ড দাখিল করে তিনি জানিয়েছেন যে অসুস্থতার জন্য সিবিআই দফতরে যাওয়া সম্ভব নয়। সিবিআই মনে করছেঅনুব্রত মণ্ডল কোথাও বাইরে চলে যেতে পারে। তাই সতর্ক হতে চাইছে তারা। এর জন্য তাঁরা নিশ্চিত হতে চাইছে সত্যিই অনুব্রত মণ্ডলের পাসপোর্ট আছে কি না। তার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও যোগাযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে খবর, যেহেতু অনুব্রত মণ্ডল বারবার হাজিরা এড়াচ্ছেন, সেই কারণেই নিয়মমাফিক এই নথি তলব করা হয়েছে।