অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি অব্যাহত: ভারতীয় সেনাবাহিনী

- আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
- / 132
পুবের কলম ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি সংক্রান্ত প্রতিবেদনের উপর ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতি জারি করেছে। সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়েছে যে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। এছাড়াও সেনাবাহিনী জানায় যে,রবিবার কোনও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) স্তরের আলোচনা হবে না। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি রবিবার শেষ হচ্ছে। এই ধরনের খবরের পর কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।
ফলে সেনাবাহিনী এই জল্পনা-কল্পনার উপর একটি বিবৃতি জারি করে বলেছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সমাপ্তির খবর সম্পূর্ণ মিথ্যা। সেনাবাহিনী আরও বলেছে যে কিছু মিডিয়া সংস্থাও দাবি করছে যে আজ ডিজিএমও স্তরের আলোচনা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সেনাবাহিনী জানিয়েছে যে আজ কোনও ডিজিএমও স্তরের আলোচনার সময়সূচী নেই। এছাড়াও সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে যে ১২ মে ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার কোনও শেষ তারিখ নির্ধারণ করা হয়নি। এর অর্থ হল এটি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই কিছু সংবাদমাধ্যম খবর প্রচার করছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ১৮ মে শেষ হচ্ছে। এছাড়াও, ডিজিএমও স্তরের আলোচনা নিয়েও অনেক জল্পনা-কল্পনা করা হচ্ছিল। এই কারণেই সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে।