০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে সেজদায় জয় উদযাপন, প্রশংসিত মরক্কোর ফুটবলাররা

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার
  • / 220

পুবের কলম প্রতিবেদকঃ  কাতার বিশ্বকাপের ৩২টি দলের মধ্যে মোট ৬টি মুসলিমপ্রধান দেশ রয়েছে। যাদের বিশ্বকাপে জয় কিংবা পরাজয়ের মধ্যেও সৃষ্টিকর্তা আল্লাহ’কে মাঠের মধ্যে স্মরণ করতে দেখা গিয়েছে। কোনও কোনও মুসলিম ফুটবলারকে গোল করার পর আল্লাহকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে। তবে এদের মধ্যে সবার চেয়ে নিজেদের আলাদাভাবে তুলে ধরলেন মরক্কোর ফুটবলাররা। নিজেদের শেষ ম্যাচে ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিধর বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দিয়ে বিশ্বকাপের শেষ-১৬তে যাওয়ার আশা জিইয়ে রাখলো আফ্রিকার এই দেশটি। এই ঐতিহাসিক জয়ের আনন্দে গোটা মরক্কো দলের ফুটবলাররা এক  সঙ্গে মাঠে সেজদাহয় পড়ে স্রষ্ঠা আল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তাদের একত্রে এই সেজদাহরত অবস্থায় ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নিজেদের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। দলের জয়ে মরক্কোর ফুটবলারদের এভাবে একসঙ্গে সেজদাহে পড়ার ছবি হৃদয় জিতে নিয়েছে সবার। ট্যুইটারে একজন লেখেন, ‘দলের জয় উদযাপনে সেজাদাহর চেয়ে আর ভালোকিছু হতে পারে না। কাতার বিশ্বকাপে আমার দেখা এটি সবচেয়ে সুন্দর ছবি।’

 

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

আরও পড়ুন: 23 Years of Modi: মোদির ২৩-বর্ষপূর্তিতে বিজ্ঞাপনবাবদ খরচ কত? জানাল বিবিসি গুজরাত

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপে সেজদায় জয় উদযাপন, প্রশংসিত মরক্কোর ফুটবলাররা

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ  কাতার বিশ্বকাপের ৩২টি দলের মধ্যে মোট ৬টি মুসলিমপ্রধান দেশ রয়েছে। যাদের বিশ্বকাপে জয় কিংবা পরাজয়ের মধ্যেও সৃষ্টিকর্তা আল্লাহ’কে মাঠের মধ্যে স্মরণ করতে দেখা গিয়েছে। কোনও কোনও মুসলিম ফুটবলারকে গোল করার পর আল্লাহকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে। তবে এদের মধ্যে সবার চেয়ে নিজেদের আলাদাভাবে তুলে ধরলেন মরক্কোর ফুটবলাররা। নিজেদের শেষ ম্যাচে ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিধর বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দিয়ে বিশ্বকাপের শেষ-১৬তে যাওয়ার আশা জিইয়ে রাখলো আফ্রিকার এই দেশটি। এই ঐতিহাসিক জয়ের আনন্দে গোটা মরক্কো দলের ফুটবলাররা এক  সঙ্গে মাঠে সেজদাহয় পড়ে স্রষ্ঠা আল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তাদের একত্রে এই সেজদাহরত অবস্থায় ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নিজেদের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। দলের জয়ে মরক্কোর ফুটবলারদের এভাবে একসঙ্গে সেজদাহে পড়ার ছবি হৃদয় জিতে নিয়েছে সবার। ট্যুইটারে একজন লেখেন, ‘দলের জয় উদযাপনে সেজাদাহর চেয়ে আর ভালোকিছু হতে পারে না। কাতার বিশ্বকাপে আমার দেখা এটি সবচেয়ে সুন্দর ছবি।’

 

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

আরও পড়ুন: 23 Years of Modi: মোদির ২৩-বর্ষপূর্তিতে বিজ্ঞাপনবাবদ খরচ কত? জানাল বিবিসি গুজরাত