১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির বাজেট পেশ আটকে দিল কেন্দ্র, প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ উগরে চিঠি কেজরির

পুবের কলম,ওয়েবডেস্ক: মঙ্গলবার দিল্লি সরকারের অর্থমন্ত্রী কৈলাশ গেহলটের বাজেট পেশ করার কথা ছিল। কিন্তু সোমবার শেষ মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাজেট প্রস্তাবে সায় না দেওয়ায় রদ হয়ে গেল বাজেট।

এই ঘটনায় ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বাজেট রদ করার ঘটনার প্রতিবাদে কেজরিওয়াল লিখেছেন, ‘দেশের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও রাজ্যের বাজেট থামিয়ে দেওয়া হল। আপনার (প্রধানমন্ত্রীর) দিল্লির জনগণের প্রতি এত রাগ কেন? দিল্লির জনগণ হাত জোড় করে আবেদন করছেন, আমাদের বাজেট পেশ করতে দিন।’

গতকাল কেজরিওয়াল ঘোষণা করেন, মঙ্গলবার দিল্লির বাজেট পেশ করা হবে না। এই ঘটনার জন্য তিনি কেন্দ্রকেই দায়ী করেছেন। বাজেট পেশের আগে বার্ষিক আর্থিক বিবৃতি অনুমোদনের জন্য প্রথমে লেফটেন্যান্ট গভর্নরের কাছে পাঠানো হয়। তারপর মুখ্যমন্ত্রী সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠান। তারপর স্বরাষ্ট্র মন্ত্রক থেকেপাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। এই পদ্ধতি মেনেই দিল্লি বিধানসভায় বাজেট পেশ করা হয়।

দিল্লির ২০২৩-২৪ এর বাজেটে ৭৮ হাজার ৮০০ কোটি টাকার মধ্যে ২২ হাজার কোটি টাকা উন্নয়ন খাতে ও ৫৫০ কোটি টাকা বিজ্ঞাপন খাতে খরচ করার কথা বলা হয়। তাতেই আপত্তি স্বরাষ্ট্র মন্ত্রকের । তাদের মতে, বাজেটের নামে কোটি কোটি টাকা বিজ্ঞাপনের খাতে খরচ করতে চাইছে কেজরির সরকার।

গেহলটের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞাপন সম্পর্কে উদ্বেগের বিষয়টি সঠিক সময়ে তাঁদেরকে জানানো হয়নি। ১০ মার্চ পরিকল্পিত বাজেট পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। ১৭ মার্চ মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানানো হয় এই বাজেটে খুশি নয় স্বরাষ্ট্র মন্ত্রক। অথচ গত ৩ দিন ধরে রহস্যজনক কারণে দিল্লির মুখ্যসচিব চিঠিটি লুকিয়ে রাখেন। মঙ্গলবার বাজেট পেশ হবে জেনেও, সোমবার সন্ধে ৬টায় ওই চিঠি পাঠানো হয় তাঁর কাছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, গত চার দিন তারা দিল্লি সরকারের উত্তরের জন্য অপেক্ষা করেছিল। সবমিলিয়ে নির্ধারিত দিনে পেশ করানো গেল না দিল্লির বাজেট। কেজরিওয়ালকে কোণঠাসা করতেই কেন্দ্রের বিজেপি সরকার এমনটা করছে বলে মনে করছে আপ ও অন্যান্য বিরোধীরা। বাজেট পেশের কয়েক সপ্তাহ আগেই গ্রেফতার করা হয় দিল্লির প্রাক্তন অর্থমন্ত্রী মনীশ সিসোদিয়াকে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির বাজেট পেশ আটকে দিল কেন্দ্র, প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ উগরে চিঠি কেজরির

আপডেট : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: মঙ্গলবার দিল্লি সরকারের অর্থমন্ত্রী কৈলাশ গেহলটের বাজেট পেশ করার কথা ছিল। কিন্তু সোমবার শেষ মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাজেট প্রস্তাবে সায় না দেওয়ায় রদ হয়ে গেল বাজেট।

এই ঘটনায় ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বাজেট রদ করার ঘটনার প্রতিবাদে কেজরিওয়াল লিখেছেন, ‘দেশের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও রাজ্যের বাজেট থামিয়ে দেওয়া হল। আপনার (প্রধানমন্ত্রীর) দিল্লির জনগণের প্রতি এত রাগ কেন? দিল্লির জনগণ হাত জোড় করে আবেদন করছেন, আমাদের বাজেট পেশ করতে দিন।’

গতকাল কেজরিওয়াল ঘোষণা করেন, মঙ্গলবার দিল্লির বাজেট পেশ করা হবে না। এই ঘটনার জন্য তিনি কেন্দ্রকেই দায়ী করেছেন। বাজেট পেশের আগে বার্ষিক আর্থিক বিবৃতি অনুমোদনের জন্য প্রথমে লেফটেন্যান্ট গভর্নরের কাছে পাঠানো হয়। তারপর মুখ্যমন্ত্রী সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠান। তারপর স্বরাষ্ট্র মন্ত্রক থেকেপাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। এই পদ্ধতি মেনেই দিল্লি বিধানসভায় বাজেট পেশ করা হয়।

দিল্লির ২০২৩-২৪ এর বাজেটে ৭৮ হাজার ৮০০ কোটি টাকার মধ্যে ২২ হাজার কোটি টাকা উন্নয়ন খাতে ও ৫৫০ কোটি টাকা বিজ্ঞাপন খাতে খরচ করার কথা বলা হয়। তাতেই আপত্তি স্বরাষ্ট্র মন্ত্রকের । তাদের মতে, বাজেটের নামে কোটি কোটি টাকা বিজ্ঞাপনের খাতে খরচ করতে চাইছে কেজরির সরকার।

গেহলটের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞাপন সম্পর্কে উদ্বেগের বিষয়টি সঠিক সময়ে তাঁদেরকে জানানো হয়নি। ১০ মার্চ পরিকল্পিত বাজেট পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। ১৭ মার্চ মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানানো হয় এই বাজেটে খুশি নয় স্বরাষ্ট্র মন্ত্রক। অথচ গত ৩ দিন ধরে রহস্যজনক কারণে দিল্লির মুখ্যসচিব চিঠিটি লুকিয়ে রাখেন। মঙ্গলবার বাজেট পেশ হবে জেনেও, সোমবার সন্ধে ৬টায় ওই চিঠি পাঠানো হয় তাঁর কাছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, গত চার দিন তারা দিল্লি সরকারের উত্তরের জন্য অপেক্ষা করেছিল। সবমিলিয়ে নির্ধারিত দিনে পেশ করানো গেল না দিল্লির বাজেট। কেজরিওয়ালকে কোণঠাসা করতেই কেন্দ্রের বিজেপি সরকার এমনটা করছে বলে মনে করছে আপ ও অন্যান্য বিরোধীরা। বাজেট পেশের কয়েক সপ্তাহ আগেই গ্রেফতার করা হয় দিল্লির প্রাক্তন অর্থমন্ত্রী মনীশ সিসোদিয়াকে।