১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আদমশুমারির সঙ্গে দেশের জাতি গণনা, ঘোষণা কেন্দ্রের

চামেলি দাস
  • আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 384

পুবের কলম, ওয়েবডেস্ক: জনসুমারিতে হবে জাতি ভিত্তিক গণনা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বড় ঘোষণা। আগামী কয়েক মাসের মধ্যেই জাতি ভিত্তিক জনসুমারি হতে পারে বলে সূত্রের খবর। জনগণনা শেষ হবে ২০২৬ সালের মধ্যে।

কেন্দ্রীয় সরকারের তরফে জনসুমারি বা জনগণনা নিয়ে এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ বা ডেডলাইন ঘোষণা করেনি। ২০২১ সালে জনগণনার জন্য ৩১টি প্রশ্ন তৈরি করা হয়েছিল। জাতিভিত্তিক গণনা হলে, তালিকায় আরও একটি প্রশ্ন যোগ হতে পারে বলে খবর।

আরও পড়ুন: ৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির পরাজয় ৬ আসনে

২০২৪-২৫ সালে জনসুমারির জন্য কেন্দ্রের বরাদ্দ ছিল ১৩০৯ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমিয়ে ৫৭৪ কোটি টাকা করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জনগণনা শুরু হলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত তহবিল দেওয়া হবে।

আরও পড়ুন: বিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলে তবেই থামব: প্রার্থীদের ভয় দেখানো নিয়ে হুঙ্কার পিকের

উল্লেখ্য, ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে ২০২১ সালে জনসুমারি হতে চলেছে। এর জন্য ৮ হাজার ৭৫৪ কোটি টাকাও বরাদ্দ করা হয়। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করার জন্য আরও ৩৯৪১.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সব মিলিয়ে ১২ হাজার কোটি টাকা খরচ ধার্য করা হয়েছিল। করোনার কারণে সে সময় হয়নি।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

প্রসঙ্গত, শেষবার ২০১১ সালে ভারতে জনগণনা হয়েছিল। কোভিড এবং অন্যান্য জটিলতা কাটিয়ে চলতি বছরে নতুন করে জনগণনা হতে পারে। আগামী জনগণনা ডিজিটাল নির্ভর হবেই বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একমাত্র বিহার জাতি গণনা করেছে। তাতে উঠে এসেছে রাজ্যের মোট জনসংখ্যার ৩৬ শতাংশই অতি-অনগ্রসর শ্রেণির মানুষ। অনগ্রসর শ্রেণির মানুষ ২৭.১ শতাংশ, ১৯.৭ শতাংশ তফসিলি জাতি এবং ১.৭ শতাংশ তফসিলি উপজাতি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আদমশুমারির সঙ্গে দেশের জাতি গণনা, ঘোষণা কেন্দ্রের

আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: জনসুমারিতে হবে জাতি ভিত্তিক গণনা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বড় ঘোষণা। আগামী কয়েক মাসের মধ্যেই জাতি ভিত্তিক জনসুমারি হতে পারে বলে সূত্রের খবর। জনগণনা শেষ হবে ২০২৬ সালের মধ্যে।

কেন্দ্রীয় সরকারের তরফে জনসুমারি বা জনগণনা নিয়ে এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ বা ডেডলাইন ঘোষণা করেনি। ২০২১ সালে জনগণনার জন্য ৩১টি প্রশ্ন তৈরি করা হয়েছিল। জাতিভিত্তিক গণনা হলে, তালিকায় আরও একটি প্রশ্ন যোগ হতে পারে বলে খবর।

আরও পড়ুন: ৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির পরাজয় ৬ আসনে

২০২৪-২৫ সালে জনসুমারির জন্য কেন্দ্রের বরাদ্দ ছিল ১৩০৯ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমিয়ে ৫৭৪ কোটি টাকা করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জনগণনা শুরু হলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত তহবিল দেওয়া হবে।

আরও পড়ুন: বিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলে তবেই থামব: প্রার্থীদের ভয় দেখানো নিয়ে হুঙ্কার পিকের

উল্লেখ্য, ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে ২০২১ সালে জনসুমারি হতে চলেছে। এর জন্য ৮ হাজার ৭৫৪ কোটি টাকাও বরাদ্দ করা হয়। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করার জন্য আরও ৩৯৪১.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সব মিলিয়ে ১২ হাজার কোটি টাকা খরচ ধার্য করা হয়েছিল। করোনার কারণে সে সময় হয়নি।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

প্রসঙ্গত, শেষবার ২০১১ সালে ভারতে জনগণনা হয়েছিল। কোভিড এবং অন্যান্য জটিলতা কাটিয়ে চলতি বছরে নতুন করে জনগণনা হতে পারে। আগামী জনগণনা ডিজিটাল নির্ভর হবেই বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একমাত্র বিহার জাতি গণনা করেছে। তাতে উঠে এসেছে রাজ্যের মোট জনসংখ্যার ৩৬ শতাংশই অতি-অনগ্রসর শ্রেণির মানুষ। অনগ্রসর শ্রেণির মানুষ ২৭.১ শতাংশ, ১৯.৭ শতাংশ তফসিলি জাতি এবং ১.৭ শতাংশ তফসিলি উপজাতি।