০৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্রভর্তিতে অনুমোদন মন্ত্রিসভায়, ভর্তি-পোর্টালের কাজ শুরু করল শিক্ষা দফতর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 11

পুবের কলম প্রতিবেদক: গ্রীষ্মের তীব্র দাবদাহে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে। তবে শিক্ষা দফতর একাধিক কাজকর্ম চালু রেখেছে।

শিক্ষা দফতরের এক সূত্রের খবর স্কলারশিপ, কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তির প্রক্রিয়া সহ নানা কাজকর্ম চালু রয়েছে। স্নাতক স্তরের ভর্তি হতে গেলে এবার ভিন্ন ভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আলাদাভাবে আবেদন করতে হবে না। চলতি শিক্ষাবর্ষ থেকেই সেই নিয়মের আমূল বদল হতে চলেছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই একটি অভিন্ন পোর্টাল মারফত স্নাতকের ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা শুরু করেছিল উচ্চ শিক্ষা দফতর।

আরও পড়ুন: শিক্ষা দফতরই তুলে দেওয়া হল এই দেশে!

শিক্ষা দফতর জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে এই প্রক্রিয়া চালু হতে চলেছে। রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ছাত্র ভর্তির ক্ষেত্রে। তবে কীভাবে গোটা প্রক্রিয়াটি পরিচালনা হবে সেই বিষয় নিয়ে শীঘ্রই উচ্চশিক্ষা দফতর গাইডলাইন দেবে।

আরও পড়ুন: স্কুলের প্রাইভেট শিক্ষকদের বিরুদ্ধে এবার তদন্তে নামছে শিক্ষা দফতর

সূত্রের খবর, গত সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। সেক্ষেত্রে আগামী শিক্ষাবর্ষ থেকে একটি পোর্টাল মারফত আবেদন করেই ছাত্রছাত্রীরা রাজ্যের অধীনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে চলেছেন। এতদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পৃথকভাবে অনলাইনে ভর্তি করার ব্যবস্থা করা হত।

আরও পড়ুন: ব্রেকিং: শনিবার আরও ২৪ জন শপথ নিতে পারেন সিদ্দারামাইয়ার মন্ত্রিসভায়

কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতা আনতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিন্ন একটি পোর্টালের পরিকল্পনা করেছিলেন বলেই উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর। গতবছর থেকেই তা চালু করার পরিকল্পনা নেওয়া হলেও পরিকাঠামগত অসুবিধা থাকার কারণে তা কার্যকর করতে পারেনি বলে জানিয়েছে উচ্চ শিক্ষা দফতর।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্রভর্তিতে অনুমোদন মন্ত্রিসভায়, ভর্তি-পোর্টালের কাজ শুরু করল শিক্ষা দফতর

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: গ্রীষ্মের তীব্র দাবদাহে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে। তবে শিক্ষা দফতর একাধিক কাজকর্ম চালু রেখেছে।

শিক্ষা দফতরের এক সূত্রের খবর স্কলারশিপ, কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তির প্রক্রিয়া সহ নানা কাজকর্ম চালু রয়েছে। স্নাতক স্তরের ভর্তি হতে গেলে এবার ভিন্ন ভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আলাদাভাবে আবেদন করতে হবে না। চলতি শিক্ষাবর্ষ থেকেই সেই নিয়মের আমূল বদল হতে চলেছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই একটি অভিন্ন পোর্টাল মারফত স্নাতকের ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা শুরু করেছিল উচ্চ শিক্ষা দফতর।

আরও পড়ুন: শিক্ষা দফতরই তুলে দেওয়া হল এই দেশে!

শিক্ষা দফতর জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে এই প্রক্রিয়া চালু হতে চলেছে। রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ছাত্র ভর্তির ক্ষেত্রে। তবে কীভাবে গোটা প্রক্রিয়াটি পরিচালনা হবে সেই বিষয় নিয়ে শীঘ্রই উচ্চশিক্ষা দফতর গাইডলাইন দেবে।

আরও পড়ুন: স্কুলের প্রাইভেট শিক্ষকদের বিরুদ্ধে এবার তদন্তে নামছে শিক্ষা দফতর

সূত্রের খবর, গত সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। সেক্ষেত্রে আগামী শিক্ষাবর্ষ থেকে একটি পোর্টাল মারফত আবেদন করেই ছাত্রছাত্রীরা রাজ্যের অধীনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে চলেছেন। এতদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পৃথকভাবে অনলাইনে ভর্তি করার ব্যবস্থা করা হত।

আরও পড়ুন: ব্রেকিং: শনিবার আরও ২৪ জন শপথ নিতে পারেন সিদ্দারামাইয়ার মন্ত্রিসভায়

কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতা আনতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিন্ন একটি পোর্টালের পরিকল্পনা করেছিলেন বলেই উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর। গতবছর থেকেই তা চালু করার পরিকল্পনা নেওয়া হলেও পরিকাঠামগত অসুবিধা থাকার কারণে তা কার্যকর করতে পারেনি বলে জানিয়েছে উচ্চ শিক্ষা দফতর।