জনগণের ভোটাধিকার কাড়তে চাইছে কেন্দ্র: এসআইআর নিয়ে সরব গগৈ

- আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
- / 11
পুবের কলম, নয়াদিল্লি: নির্বাচনমুখী বিহারে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনকে গণতন্ত্রের উপর ‘আক্রমণ’ বলেও সরব হয়েছেন তিনি। বুধবার কংগ্রেস সাংসদ অভিযোগ করেছেন, কেন্দ্রের বিজেপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চাই। বিহারে ভোটার তালিকা সংশোধনকে ‘ভোট চুরি’ আখ্যা দিয়ে গগৈ বলেন, সংসদের চলতি বাদল অধিবেশনে এই বিষয়ে আলোচনা হোক তা সরকার চায় না। এদিন কংগ্রেস নেতা বলেন, “জনগণের ভোটের অধিকার রক্ষা করতে না পারলে গণতন্ত্র বাঁচবে কীভাবে? তারা এই ‘ভোট চুরি’ নিয়ে আলোচনা চায় না। বিজেপি ফের একবার গণতন্ত্রের উপর হামলা চালাচ্ছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে।”
এদিকে মঙ্গলবার সকাল থেকে বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতুবি হল সংসদের বাদল অধিবেশন। বিহারে ভোটার তালিকা সংশোধনী নিয়ে আলোচনার দাবিতে সংসদের উভয় কক্ষে সরব হন বিরোধী দলের সাংসদেরা। ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ অন্য বিরোধী সাংসদেরা সংসদ কক্ষের বাইরে এ নিয়ে বিক্ষোভ দেখান। রাজ্যসভাতেও নির্বাচন কমিশনের বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি তোলেন বিরোধী সাংসদেরা।