২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘মোদি পদবি’ বিতর্কে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুরাট আদালতে রাহুল, কড়া নিরাপত্তায় কোর্ট চত্বর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্ক: মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে আজ সুরাটের সেশন আদালতে আবেদন জানাবেন রাহুল গান্ধি। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে গোটা আদালত চত্বর। আজ দুপুর ২টোর মধ্যে আদালতে পৌঁছনোর কথা আছে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ হিমাচলের মুখ্যমন্ত্রী সুকবিন্দর সিং সুকুর।

এই মামলায় গত মাসে সুরাট আদালত রাহুল গান্ধিকে দোষী প্রমাণিত করে দুবছরের কারাদণ্ডের নির্দেশ দেন। তার কিছুক্ষণ পরেই জামিন পান রাহুল। লোকসভায় রাহুলের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয় ।

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

আজ অবশেষে আজ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করতে চলেছেন রাহুল। তাঁর কারাদণ্ডের নির্দেশের উপরও স্থগিতাদেশের আর্জি জানাবেন রাহুল। যদি আদালতের তরফে এই স্থগিতাদেশ দেওয়া হয়, তবে লোকসভায় সাংসদ পদ ফিরে পাওয়ার জন্য আবেদন জানাবেন প্রাক্তন কংগ্রেস প্রধান।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৯ জুলাই বিহারে ‘ইন্ডিয়া’-র ‘বনধ’, বনধে সামিল হতে পারেন রাহুল গান্ধী

২০১৯ সালে কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী সমাবেশে করা মন্তব্যের রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেই জনসমাবেশে রাহুল পলাতক নীরব মোদি এবং ললিত মোদির কথা উল্লেখ করে বলেন, তিনি ভাবতেন যে সব চোরের উপাধি ‘মোদি’? এই মন্তব্যটি করার পরেই নড়েচড়ে বসে বিজেপি সরকার।

আরও পড়ুন: ‘ট্রাম্পের ডেডলাইনের কাছে মাথানত করবেন মোদি’, নিশানা রাহুলের

যাদের মোদি পদবি তাদের ভাবমূর্তিতে আঘাত লেগেছে, প্রধানমন্ত্রীকে অপমান করেছেন বলে সরব হয় বিজেপি সরকার।

আদালতে যাওয়ার আগে গতকালই মা সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন রাহুল। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সুরাট আদালতে রাহুল গান্ধির উপস্থিতি নিয়ে কংগ্রেসকে উপহাস করে সাংবাদিকদের বলেছেন, ‘যখন পিভি নরসিমা রাওয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তখন কোনও হট্টগোল হয়নি, কিন্তু রাহুল গান্ধির বিরুদ্ধে আইন পরিবর্তন হয়েছে।’

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মোদি পদবি’ বিতর্কে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুরাট আদালতে রাহুল, কড়া নিরাপত্তায় কোর্ট চত্বর

আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে আজ সুরাটের সেশন আদালতে আবেদন জানাবেন রাহুল গান্ধি। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে গোটা আদালত চত্বর। আজ দুপুর ২টোর মধ্যে আদালতে পৌঁছনোর কথা আছে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ হিমাচলের মুখ্যমন্ত্রী সুকবিন্দর সিং সুকুর।

এই মামলায় গত মাসে সুরাট আদালত রাহুল গান্ধিকে দোষী প্রমাণিত করে দুবছরের কারাদণ্ডের নির্দেশ দেন। তার কিছুক্ষণ পরেই জামিন পান রাহুল। লোকসভায় রাহুলের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয় ।

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

আজ অবশেষে আজ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করতে চলেছেন রাহুল। তাঁর কারাদণ্ডের নির্দেশের উপরও স্থগিতাদেশের আর্জি জানাবেন রাহুল। যদি আদালতের তরফে এই স্থগিতাদেশ দেওয়া হয়, তবে লোকসভায় সাংসদ পদ ফিরে পাওয়ার জন্য আবেদন জানাবেন প্রাক্তন কংগ্রেস প্রধান।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৯ জুলাই বিহারে ‘ইন্ডিয়া’-র ‘বনধ’, বনধে সামিল হতে পারেন রাহুল গান্ধী

২০১৯ সালে কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী সমাবেশে করা মন্তব্যের রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেই জনসমাবেশে রাহুল পলাতক নীরব মোদি এবং ললিত মোদির কথা উল্লেখ করে বলেন, তিনি ভাবতেন যে সব চোরের উপাধি ‘মোদি’? এই মন্তব্যটি করার পরেই নড়েচড়ে বসে বিজেপি সরকার।

আরও পড়ুন: ‘ট্রাম্পের ডেডলাইনের কাছে মাথানত করবেন মোদি’, নিশানা রাহুলের

যাদের মোদি পদবি তাদের ভাবমূর্তিতে আঘাত লেগেছে, প্রধানমন্ত্রীকে অপমান করেছেন বলে সরব হয় বিজেপি সরকার।

আদালতে যাওয়ার আগে গতকালই মা সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন রাহুল। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সুরাট আদালতে রাহুল গান্ধির উপস্থিতি নিয়ে কংগ্রেসকে উপহাস করে সাংবাদিকদের বলেছেন, ‘যখন পিভি নরসিমা রাওয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তখন কোনও হট্টগোল হয়নি, কিন্তু রাহুল গান্ধির বিরুদ্ধে আইন পরিবর্তন হয়েছে।’