বাণিজ্যনগরী মুম্বইয়ের উপকন্ঠে চিতার হানা, আহত ৩, অনেক কষ্টে বাগে আনলেন বন কর্মীরা

- আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 25
পুবের কলম, ওয়েবডেস্ক: এতদিন ধরে ডুয়ার্স, ধূপগুড়ি, দার্জিলিংয়ে চিতার দেখা মিলত, এবার বাণিজ্যনগরী মুম্বইয়ে দেখা মিলল চিতার। বৃহস্পতিবার মুম্বইয়ের কাছে আবাসিক কল্যাণে একটি চিতার দেখা মেলে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিতার আক্রমণে আহত হয়েছেন তিন জন।
নেট মাধ্যমে এই চিতার ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে লাফিয়ে চলে যাচ্ছে। খবর পাওয়া মাত্রই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। অনেক চেষ্টার পরে চিতাটিকে বাগে আনে তারা।
জানা গিয়েছে, এক ব্যক্তির বাড়ির ভিতর ঢুকে তাকে আক্রমণ করে চিতাটি। লাঠি হাতে কয়েকজন তেড়ে এলে, তবে ভয় পেয়ে পালায় চিতাটি। তিন দিন আগেই আইআইটি বম্বের ক্যাম্পাসে একটি চিতাবাঘকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল৷ বন দফতরের এক কর্মী জানিয়েছেন, চিতা রাত পছন্দ করে, তাই সকালে তাদের দেখতে পাওয়া খুব মুশকিল।
আইআইটি বম্বে’র পরে সঞ্জয় গান্ধি ন্যশনাল পার্কে একবার দেখা গিয়েছিল চিতাটিকে৷ পরে বুধবার মহারাষ্ট্রের নাসিকে দেখা গিয়েছিল চিতাটি৷ তার আগে মঙ্গলবার আয়েশা নগরের স্থানীয় এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় চিতাকে।