০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ উয়েফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি চেলসি ও ভিয়া রিয়াল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ অগাস্ট ২০২১, বুধবার
  • / 17

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ উয়েফা সুপার কাপের ফাইনালে নামছে চেলসি ও ভিয়া রিয়াল। নর্থ আয়ারল্যান্ডের বেলফাস্টে বুধবার ভারতীয় সময় অনুযায়ী রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এক ম্যাচের সুপার কাপে মূলত আগের সিজনের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ী দুই দল মুখোমুখি হয়।

গত মরসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে শক্তিশালি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দ্বিতীয়বারের মত ইউরোপ সেরা হয়েছিল চেলসি। এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে প্রথম বারের মত ইউরোপা লিগের ট্রফি নিজেদের ঘরে তুলে।

দুই দলই এরই মধ্যে বেলফাস্টে পৌঁছেছে। চেলসি কোচ থমাস টুখেল দলের সেরা তারকাদের নিয়েই স্কোয়াড গড়েছেন। থিয়াগো সিলভা, এনগালো কান্তে, জর্জিনহো, হাকিম জিয়েক, ম্যাসন মাউন্ট সহ রয়েছেন দলের সবাই।

অন্যদিকে, উনাই উমেরিও দলের সেরা তারকাদের নিয়েই বেলফাস্টে গিয়েছেন। পাও তোরেস, জেরার্ড মোরেনো, ফয়েথদের উপরেই ভরসা রাখছেন তিনি। ১৯৯৮ সালের পর আর এই সুপার কাপ জেতেনি চেলসি। অন্যদিকে, প্রথমবারের মত সুপার কাপে খেলছে ভিয়া রিয়াল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ উয়েফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি চেলসি ও ভিয়া রিয়াল

আপডেট : ১১ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ উয়েফা সুপার কাপের ফাইনালে নামছে চেলসি ও ভিয়া রিয়াল। নর্থ আয়ারল্যান্ডের বেলফাস্টে বুধবার ভারতীয় সময় অনুযায়ী রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এক ম্যাচের সুপার কাপে মূলত আগের সিজনের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ী দুই দল মুখোমুখি হয়।

গত মরসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে শক্তিশালি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দ্বিতীয়বারের মত ইউরোপ সেরা হয়েছিল চেলসি। এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে প্রথম বারের মত ইউরোপা লিগের ট্রফি নিজেদের ঘরে তুলে।

দুই দলই এরই মধ্যে বেলফাস্টে পৌঁছেছে। চেলসি কোচ থমাস টুখেল দলের সেরা তারকাদের নিয়েই স্কোয়াড গড়েছেন। থিয়াগো সিলভা, এনগালো কান্তে, জর্জিনহো, হাকিম জিয়েক, ম্যাসন মাউন্ট সহ রয়েছেন দলের সবাই।

অন্যদিকে, উনাই উমেরিও দলের সেরা তারকাদের নিয়েই বেলফাস্টে গিয়েছেন। পাও তোরেস, জেরার্ড মোরেনো, ফয়েথদের উপরেই ভরসা রাখছেন তিনি। ১৯৯৮ সালের পর আর এই সুপার কাপ জেতেনি চেলসি। অন্যদিকে, প্রথমবারের মত সুপার কাপে খেলছে ভিয়া রিয়াল।