০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুপার কাপ জয় চেলসির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্কঃ মরশুমের শুরুতে শিরোপা জিতে নিল চেলসি। ইউরোপা লিগ জয়ী ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিল কোচ টমাস টাচেলের শিষ্যরা। ভারতীয় সময় বুধবার রাতে বেলফাস্টের উইন্ডসর পার্কে টাইব্রেকারে স্প্যানিশ প্রতিপক্ষকে ৬-৫ গোলে হারিয়ে দেয় দ্য ব্লুজ’রা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা ছিল ১-১ গোলে সমতা। হাকিম জিয়াজের গোলে লিড পায় চেলসি। বিরতির পর জেরার্দ মরেনো ভিয়ারিয়ালকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়েও ম্যাচ থেকে যায় অমীমাংসিত। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যূটআউটে। টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শট থেকে চারটি করে গোল পায়। ছয় নম্বর শটে লক্ষ্যভেদ করে চেলসি ও ভিয়ারিয়াল। সাত নম্বর শটটি কাজে লাগান চেলসির আন্টোনিও রুডিগার। যদিও ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন চেলসির বদলি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপার কাপ জয় চেলসির

আপডেট : ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ মরশুমের শুরুতে শিরোপা জিতে নিল চেলসি। ইউরোপা লিগ জয়ী ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিল কোচ টমাস টাচেলের শিষ্যরা। ভারতীয় সময় বুধবার রাতে বেলফাস্টের উইন্ডসর পার্কে টাইব্রেকারে স্প্যানিশ প্রতিপক্ষকে ৬-৫ গোলে হারিয়ে দেয় দ্য ব্লুজ’রা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা ছিল ১-১ গোলে সমতা। হাকিম জিয়াজের গোলে লিড পায় চেলসি। বিরতির পর জেরার্দ মরেনো ভিয়ারিয়ালকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়েও ম্যাচ থেকে যায় অমীমাংসিত। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যূটআউটে। টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শট থেকে চারটি করে গোল পায়। ছয় নম্বর শটে লক্ষ্যভেদ করে চেলসি ও ভিয়ারিয়াল। সাত নম্বর শটটি কাজে লাগান চেলসির আন্টোনিও রুডিগার। যদিও ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন চেলসির বদলি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।