হায়দরাবাদে রাসায়নিক ট্যাঙ্কার ফেটে বিস্ফোরণ, মৃত অন্তত ১০
- আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার
- / 157
পুবের কলম ওয়েবডেস্ক: হায়দরাবাদে এক ভয়াবহ বিস্ফোরণ! রাসায়নিক ট্যাঙ্কার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার সকালে সিগাচি কেমিক্যালস নামে এক কারখানায় একটি রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। যার জেরে এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু মানুষ আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলের সিগাচি কেমিক্যালসের একটি রিঅ্যাক্টরে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি ওই সংস্থা একটি নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র চালু করেছিল। সেখানেই ঘটে এই প্রাণঘাতী দুর্ঘটনা।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন এবং একাধিক অ্যাম্বুল্যান্স। চলছে উদ্ধারকাজ। কীভাবে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু দূর থেকেও কাঁপন অনুভূত হয়েছে। মৃত ও আহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং চিকিৎসা চলছে।





























