পুবের কলম, ওয়েবডেস্ক: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে চলমান ইডি তল্লাশির মধ্যেই সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। পাল্টা ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মুখ্যমন্ত্রী। শেক্সপীয়র সরণি থানা ও বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি তল্লাশিতে দুটি মামলা দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। একটি মামলায় অভিযোগকারী খোদ মুখ্যমন্ত্রী। চুরি, জোরপূর্বক অনুমতি না নিয়ে প্রবেশ ও ইলেক্ট্রনিক এভিডেন্স চুরির ধারায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অপর মামলাটি স্বতঃপ্রণোদিতভাবে করেছে পুলিশ। আইপ্যাকের অফিস সেক্টর ৫-এ হওয়ায় অভিযোগ দায়ের হয়েছে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়।
উল্লেখ্য, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে চলমান ইডি তল্লাশির মধ্যেই সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা নাগাদ তিনি ওই বাড়িতে উপস্থিত হন। তার কয়েক মিনিট আগেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। এদিন সকাল থেকেই আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের দফতর ও প্রতীক জৈনের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলে। দিল্লি থেকে আসা বিশেষ ইডি দল এই তল্লাশি চালায় বলে সূত্রের খবর। কয়লাপাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই অভিযান চালানো হয় বলে ইডি সূত্রে জানা গিয়েছে।



































