০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যেতে পারেন আলিপুরদুয়ারেও

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 66

পুবের কলম প্রতিবেদক: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে প্রশাসনিক কাজে আরও বেশি গতি আনতে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ১৬ জানুয়ারি, সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে যেতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু মুর্শিদাবাদ নয় সেখান থেকে তিনি যেতে পারেন আলিপুরদুয়ারেও। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করছে রাজ্য তৃণমূল।

তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। চলতি মাসের ১৬ তারিখ অর্থাৎ আগামী সোমবার মুখ্যমন্ত্রী যেতে পারেন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের সাগরদিঘিতে কর্মসূচি রয়েছে তাঁর। কিছুদিন আগে সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা প্রয়াত হন। হয়তো প্রয়াত মন্ত্রী পরিবারকে সমবেদনা জানাতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

তাছাড়া গত বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক শিল্পপতি জাকির হোসেনের বাড়ি ও অফিসে আয়কর বিভাগ তল্লাসি চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করে। এ বিষয়ে বার বার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর অভিযোগ আনে শাসকদল। এ বিষয়ে তিনি কী বার্তা দেন তার দিকে তাকিয়ে রয়েছেû  জেলাবাসী।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

এরপর সেখান থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান যেতে পারেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ১৮ জানুয়ারি আলিপুরদুয়ার  থেকে তিনি মেঘালয়ে রওনা দেবেন বলে সূত্রের খবর। পড়শি রাজ্য মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার শহর তুরা-তে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আবার ১৯ তারিখে আলিপুরদুয়ারে ফেরার কথা তাঁর। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

অন্যদিকে আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে সে রাজ্যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।

প্রথম দফায় ৫২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফে। প্রার্থী তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ বিদায়ী বিধানসভার আট বিধায়কের নাম রয়েছে। প্রার্থী করা হয়েছে উত্তর-পূর্ব রাজ্যটিতে দলের সভাপতির দায়িত্ব পালন করা চার্লস পিনগ্রোপকে।  সেই আবহে সে রাজ্যে তৃণমূল সুপ্রিমোর এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোমবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যেতে পারেন আলিপুরদুয়ারেও

আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে প্রশাসনিক কাজে আরও বেশি গতি আনতে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ১৬ জানুয়ারি, সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে যেতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু মুর্শিদাবাদ নয় সেখান থেকে তিনি যেতে পারেন আলিপুরদুয়ারেও। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করছে রাজ্য তৃণমূল।

তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। চলতি মাসের ১৬ তারিখ অর্থাৎ আগামী সোমবার মুখ্যমন্ত্রী যেতে পারেন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের সাগরদিঘিতে কর্মসূচি রয়েছে তাঁর। কিছুদিন আগে সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা প্রয়াত হন। হয়তো প্রয়াত মন্ত্রী পরিবারকে সমবেদনা জানাতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

তাছাড়া গত বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক শিল্পপতি জাকির হোসেনের বাড়ি ও অফিসে আয়কর বিভাগ তল্লাসি চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করে। এ বিষয়ে বার বার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর অভিযোগ আনে শাসকদল। এ বিষয়ে তিনি কী বার্তা দেন তার দিকে তাকিয়ে রয়েছেû  জেলাবাসী।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

এরপর সেখান থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান যেতে পারেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ১৮ জানুয়ারি আলিপুরদুয়ার  থেকে তিনি মেঘালয়ে রওনা দেবেন বলে সূত্রের খবর। পড়শি রাজ্য মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার শহর তুরা-তে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আবার ১৯ তারিখে আলিপুরদুয়ারে ফেরার কথা তাঁর। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

অন্যদিকে আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে সে রাজ্যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।

প্রথম দফায় ৫২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফে। প্রার্থী তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ বিদায়ী বিধানসভার আট বিধায়কের নাম রয়েছে। প্রার্থী করা হয়েছে উত্তর-পূর্ব রাজ্যটিতে দলের সভাপতির দায়িত্ব পালন করা চার্লস পিনগ্রোপকে।  সেই আবহে সে রাজ্যে তৃণমূল সুপ্রিমোর এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।