শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 214
পুবের কলম ওয়েবডেস্ক: দিঘায় জগন্নাথ মন্দিরে রথযাত্রা নিয়ে উদ্দীপনা তুঙ্গে। রথযাত্রা দেখতে ভক্তের ঢল নামবে বলে মনে করছে প্রশাসন। বুধবার দিঘায় পৌঁছোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিঘার রথযাত্রার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সঙ্গে প্রস্তুতি বৈঠক সারেন মমতা।
রথের মাপ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী- অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু এবং স্নেহাশিস চক্রবর্তী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, রথের দিন ভক্তরা ঢুকতে পারবেন জগন্নাথ মন্দিরে। পাথরের বিগ্রহ মন্দিরেই থাকবে। রথে থাকবে নিমকাঠের বিগ্রহ।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে পুজোপাঠ। দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে হবে আরতি। তার আগে মন্দিরে চলে আসার কথা মুখ্যমন্ত্রীর। দুপুর আড়াইটে নাগাদ রথের রশিতে পড়বে টান।
বিকেল চারটের মধ্যে মাসির বাড়ি পৌঁছবে রথ। রথযাত্রায় ভিড়ের মাঝে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ব্যারিকেডের বন্দোবস্ত করা হচ্ছে। ব্যারিকেডের অপর প্রান্তে দাঁড়িয়ে রথযাত্রা দেখতে পাবেন পুণ্যার্থীরা।
পৌনে কিলোমিটার রাস্তা ধরে মাসির বাড়ি যাওয়ার সময় মাঝে মাঝে থামবে রথ। ভক্তরা চাইলে দর্শন করতে পারবেন।