কড়া নিরাপত্তার মোড়কে রেড রোড, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

- আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার
- / 20
পুবের কলম, ওয়েবডেস্ক: গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে পালিত হল স্বাধীনতা দিবসের ৭৫ বছরের পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান। করোনা আবহ কাটিয়ে দু বছর পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। কড়া নিরাপত্তার মোড়কে রেড রোড।
এবছরে এই বিশেষ দিনটিকে মর্যাদা জানিয়ে রেড রোডে এসে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের করলেন মুখ্যমন্ত্রী।
এদিন রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় গার্ড অব অনার। আকাশ থেকে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয়েছে।
এদিনের অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের পদক প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেড রোডের কুচকাওয়াজে সামিল হয়েছে দুর্গাপুজোর ট্যাবলো। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোডে আদিবাসীদের নাচের তালে পা মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।