০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসকনের রথ যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রথের দড়ি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি-সন্দীপ সাহা)

পুবের কলম প্রতিবেদক: মঙ্গল আরতি করে শুক্রবার ইসকনের রথযাত্রার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অ্যালবার্ট রোড থেকে বের হয় ইসকনের রথ। এবছর সেটা ছিল ৫১ তম বর্ষ। দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসেন। করোনাকালে গত দু’বছর হয়নি রথের মেলা। বাতিল করা হয়েছিল উৎসবও। তবে এবার করোনার সংক্রমণ কমায় আবার উৎসবের মেজাজে ফিরেছে রথযাত্রা। এদিন দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় টলিউড অভিনেতা অভিনেত্রীকে নিয়ে উপস্থিত হন অ্যালবার্ট রোডে। সব রীতি-রেওয়াজ মানার পর মুখ্যমন্ত্রী রথের রশিতে টান দেওয়ার পরেই রথযাত্রার উৎসবের সূচনা হয় ইসকনে। মমতা সেখানে চন্দন গুঁড়ো ছড়িয়ে, ফুল ছড়িয়ে রথের রশিতে টান দেন তিনি।

ইসকনের রথ যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নুসরত, সোহমদের সঙ্গে নিয়ে এদিন কলকাতায় ইসকনের মন্দির থেকে রথ উৎসবের সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনটি রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রওনা হয় মাসির বাড়ি। ইসকন থেকে রথ বেরিয়ে হাঙ্গার ফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস, হাজরা, এস পি মুখার্জি রোড, চৌরঙ্গি, এক্সাইড, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেডে পৌঁছে যায়। ব্রিগেডে জগন্নাথের মাসি বাড়ি আদলে প্রতিকী গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে। সেখানেই আপাতত থাকবে রথ। রথযাত্রা উপলক্ষে সেখানে বসছে এবারের রথের মেলা।

আরও পড়ুন: টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর

আগামী আটদিন ব্রিগেডেই দুপুর সাড়ে তিনটে থেকে রাত্রি ন’টা পর্যন্ত, আটদিন ধরে চলবে এই রথের মেলা। এরপর উল্টোরথের দিন ফের ইসকনের মন্দিরে ফিরিয়ে আনা হবে তাঁদের।

সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসকনের রথ যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ১ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: মঙ্গল আরতি করে শুক্রবার ইসকনের রথযাত্রার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অ্যালবার্ট রোড থেকে বের হয় ইসকনের রথ। এবছর সেটা ছিল ৫১ তম বর্ষ। দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসেন। করোনাকালে গত দু’বছর হয়নি রথের মেলা। বাতিল করা হয়েছিল উৎসবও। তবে এবার করোনার সংক্রমণ কমায় আবার উৎসবের মেজাজে ফিরেছে রথযাত্রা। এদিন দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় টলিউড অভিনেতা অভিনেত্রীকে নিয়ে উপস্থিত হন অ্যালবার্ট রোডে। সব রীতি-রেওয়াজ মানার পর মুখ্যমন্ত্রী রথের রশিতে টান দেওয়ার পরেই রথযাত্রার উৎসবের সূচনা হয় ইসকনে। মমতা সেখানে চন্দন গুঁড়ো ছড়িয়ে, ফুল ছড়িয়ে রথের রশিতে টান দেন তিনি।

ইসকনের রথ যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নুসরত, সোহমদের সঙ্গে নিয়ে এদিন কলকাতায় ইসকনের মন্দির থেকে রথ উৎসবের সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনটি রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রওনা হয় মাসির বাড়ি। ইসকন থেকে রথ বেরিয়ে হাঙ্গার ফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস, হাজরা, এস পি মুখার্জি রোড, চৌরঙ্গি, এক্সাইড, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেডে পৌঁছে যায়। ব্রিগেডে জগন্নাথের মাসি বাড়ি আদলে প্রতিকী গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে। সেখানেই আপাতত থাকবে রথ। রথযাত্রা উপলক্ষে সেখানে বসছে এবারের রথের মেলা।

আরও পড়ুন: টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর

আগামী আটদিন ব্রিগেডেই দুপুর সাড়ে তিনটে থেকে রাত্রি ন’টা পর্যন্ত, আটদিন ধরে চলবে এই রথের মেলা। এরপর উল্টোরথের দিন ফের ইসকনের মন্দিরে ফিরিয়ে আনা হবে তাঁদের।