পুবের কলম, ওয়েবডেস্ক: সংশোধিত ওয়াকফ আইনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই ফের স্পষ্ট অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার এক জনসভা থেকে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ওয়াকফ সম্পত্তি কাড়তে দেব না। কোনও ধর্মস্থানে কাউকে হাত দিতে দেব না।” সম্প্রতি সংশোধিত ওয়াকফ বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। নতুন আইনে কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করার চূড়ান্ত ক্ষমতা আর শুধু ওয়াকফ বোর্ডের হাতে নেই; সেই সিদ্ধান্ত নেবেন জেলাশাসক বা সমমর্যাদার কোনও আধিকারিক। এই পরিবর্তন ঘিরেই দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। বাংলার মুর্শিদাবাদেও উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল এই আইনের বিরোধিতা করেছে এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে।
এ প্রসঙ্গে কেন্দ্রের তরফে আদালতে দাবি করা হয়েছে, নতুন আইন নিয়ে ভুল ধারণা ছড়ানো হচ্ছে এবং মুসলিমদের সব সম্পত্তি কেড়ে নেওয়া হবে—এমন আশঙ্কা সঠিক নয়। একই সঙ্গে কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের প্রক্রিয়াও শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বাঁকুড়ার সভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। মন্দির, মসজিদ, গির্জা—কোনও ধর্মস্থানে আঘাত করতে দেব না।” তাঁর এই আশ্বাসে সংশ্লিষ্ট মহলে কিছুটা স্বস্তির বার্তা মিলেছে বলে মনে করছেন রাজনৈতিক



































