জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

- আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
- / 129
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে কোনও জঙ্গি যেন ‘শেল্টার’ তৈরি করতে না পারে তা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি থেকে আইসি, ওসিদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। তার জন্য নজরদারি বাড়ানোর নির্দেশ। পাশাপাশি, বুধবার উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায় আমজনতাকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রশাসনের কর্তাব্যক্তিদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেন। মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে সতর্ক করে জানান, রাজ্যের বাইরের লোক বাংলায় ঢুকছে। তারা স্থানীয় বাসিন্দাদের থেকে বিভিন্ন আছিলায় আধার, প্যান কার্ড থেকে একাধিক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে।
সতর্ক থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি পুলিশকে অ্যালার্ট থাকতে বলেছি। কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। সরকারি ব্যক্তি ছাড়া কাউকে কোনও তথ্য দেবেন না।” পাশাপাশি, পুলিশকে টহলদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মমতা জানিয়েছেন, মালদহ, কোচবিহার, কলকাতা, ঝাড়গ্রাম থেকে বেশ কয়েকটি দলকে ধরা হয়েছে। এগুলিকে ধরা একজনের পক্ষে সম্ভব নয়। সবাই মিলে কাজ করতে হবে।
উত্তরের জেলাগুলি সীমান্তবর্তী এলাকা হিসাবে বেশ স্পর্শকাতর। রয়েছে চিকেন’স নেকের মতো অতি স্পর্শকাতর এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর-সহ অন্য জেলায় চার-পাঁচটি দেশের সীমান্ত রয়েছে। এই এলাকাগুলি ‘খুবই স্পর্শকাতর’। জেলা প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিয়ে তিনি বলেন, “এই এলাকাগুলি খুবই স্পর্শকাতর। খুব মন দিয়ে কাজ করতে হবে।” শীতলকুচির কৃষককে বাংলাদেশি দুষ্কৃতীদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ও উঠে এসেছে সভায়। মুখ্যমন্ত্রী বলেন, “নিজের জমিতে চাষ করছিলেন বেচারা। তাঁকে ধরে নিয়ে যায়। উদয়নের থেকে জানার পর আমরা পদক্ষেপ নিয়েছি। সীমান্তবর্তী এলাকাগুলি খুবই স্পর্শকাতর, সতর্ক থাকতে হবে।”