বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী

- আপডেট : ৯ নভেম্বর ২০২২, বুধবার
- / 11
পুবের কলম প্রতিবেদক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই নদিয়া জেলা সফরে রয়েছে।
এরই মধ্যে তাঁর পরবর্তী সফরের সূচি তৈরি করেছে নবান্ন। অন্য কোনও কাজ না থাকলে আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি ১৫ তারিখ ঝাড়গ্রামে যাবেন এবং সেই দিনেই কলকাতা ফিরে আসবেন।
নবান্ন সূত্রে খবর, বিরসা মুন্ডার জন্মদিনে তিনি বিনপুর-২ ব্লকের বেলপাহাড়িতে একটি সরকারি সভা করতে পারেন।
বিরসা মুন্ডাকে সম্মান জানাতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। গত মঙ্গলবার বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে একটি বৈঠক হয়েছে বলে খবর। সেই বৈঠকেই ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী বেলপাহাড়িতে সরকারি সভা করবেন।
বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনও করতে পারেন মমতা। গত মে মাসেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দিতে ঝাড়গ্রাম গিয়েছিলেন।