‘ভয় পাবেন না, সতর্ক থাকুন’ করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা

- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 113
পুবের কলম ওয়েবডেস্ক: দেশজুড়ে করোনা চোখরাঙানি। করোনায় সংক্রমণ বাড়ায় আতঙ্ক বাড়ছে। সোমবার নবান্নে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, ভয় পাবেন না, সতর্ক থাকুন। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত সরকার।
গত দু’মাস ধরে দেশে ফের মাথাচারা দিয়েছে করোনা সংক্রমণ। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে বৈঠক করেন মমতা। হাজির ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ প্রশাসনিক কর্তারা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হবে না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা প্রস্তুত।”
Amid reports of fresh COVID-19 cases, Smt. @MamataOfficial convened a meeting today with all important stakeholders.
With the DME, DHS, infectious disease specialists, and key departments like Health and Police in active coordination, Bengal is prepared, alert, and united. pic.twitter.com/31PnyVqLEb
— All India Trinamool Congress (@AITCofficial) June 9, 2025