পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনের শিশুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘের শিশু বিভাগের উপ-নির্বাহী পরিচালক টেড চাইবান। গাজা সফরের পর তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ফিলিস্তিনের শিশুরা ব্যাপক ক্ষুধা ও রোগের মুখোমুখি হচ্ছেন। চাইবান বলেন, “যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে যে পরিমান খাবার পাওয়া যাচ্ছে তা অতি সামান্য। পর্যাপ্ত পরিমান খাবার না পাওয়ার ফলে শিশুদের চাহিদা পূরণ হচ্ছে না। ফলে হাজার হাজার শিশু অপুষ্টি শিকার হচ্ছে। অপুষ্টির কারণে বহু শিশু অসুস্থ হয়ে পড়ছে।” তিনি সতর্ক করে বলেন, ‘এই পরিস্থিতি অব্যাহত থাকলে আমাদের এর মূল্য চোকাতে হবে। রোগ এবং ক্ষুধার কারণে বহু শিশুর মৃত্যু দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। নির্বিচারে হামলার কারণেও বহু মৃত্যু দেখতে হবে। পরিস্থিতি মোকাবিলায় আমাদের বড় ভূমিকা নিতে হবে।’
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘ফিলিস্তিনের শিশুরা ক্ষুধা ও রোগের শিকার হচ্ছে’, গাজা সফরের পর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৯ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- 112
ট্যাগ :
Children hunger and disease in Palestine Ted Chaiban deputy executive director of the UN UNICEF UNICEF visit to Gaza
সর্বধিক পাঠিত































