০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদে পানি পেল চিন!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
  • / 100

পুবের কলম, ওয়েবডেস্ক:  চিনের চ্যাংই-৫ চন্দ্রযান চাঁদ থেকে শিলা সংগ্রহ করেছিল। দীর্ঘ পরীক্ষার মাধ্যমে এবার চাঁদে পানি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেল। চলতি সপ্তাহে একটি ম্যাগাজিনে এ বিষয়ে তথ্য প্রকাশিত হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে চিনা চন্দ্রযানটি চাঁদে যায়। এরপর এটি ১.৭ কিলোগ্রাম শিলা ও চন্দ্র মাটি সংগ্রহ করে। সংগ্রহ করা নমুনাগুলোর রাসায়নিক গঠন পরিমাপ করতে অন-বোর্ড যন্ত্র ব্যবহার করা হয়। তাতে, চাঁদের কিছু শিলায় পানির অণু থাকার সম্ভাবনা দেখা দিয়েছিল।

বিস্তারিত পরীক্ষার পর এখন চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের একটি দল চ্যাঙই-৫-এর মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনা নমুনায় পানির উপস্থিতি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে জল,ব্যাহত পরিষেবা

তবে বিজ্ঞানীদের দ্বারা বিশ্লেষণ করা মাটি তুলনামূলকভাবে শুষ্ক বলে প্রমাণিত হয়েছে। পার্টস প্রতি মিলিয়নে পানির মাত্রা রয়েছে ২৮.৫ শতাংশ। চিন যে প্রযুক্তির ক্ষেত্রে এক বড় শক্তি হয়ে উঠছে, মহাকাশ অভিযান দিয়ে তারা সেটাই দেখাতে চাইছে।

আরও পড়ুন: ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৫ মিশনে ছাড়পত্র দিল কেন্দ্র

আরও পড়ুন: চাঁদে অবতরণের পথে মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চাঁদে পানি পেল চিন!

আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  চিনের চ্যাংই-৫ চন্দ্রযান চাঁদ থেকে শিলা সংগ্রহ করেছিল। দীর্ঘ পরীক্ষার মাধ্যমে এবার চাঁদে পানি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেল। চলতি সপ্তাহে একটি ম্যাগাজিনে এ বিষয়ে তথ্য প্রকাশিত হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে চিনা চন্দ্রযানটি চাঁদে যায়। এরপর এটি ১.৭ কিলোগ্রাম শিলা ও চন্দ্র মাটি সংগ্রহ করে। সংগ্রহ করা নমুনাগুলোর রাসায়নিক গঠন পরিমাপ করতে অন-বোর্ড যন্ত্র ব্যবহার করা হয়। তাতে, চাঁদের কিছু শিলায় পানির অণু থাকার সম্ভাবনা দেখা দিয়েছিল।

বিস্তারিত পরীক্ষার পর এখন চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের একটি দল চ্যাঙই-৫-এর মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনা নমুনায় পানির উপস্থিতি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে জল,ব্যাহত পরিষেবা

তবে বিজ্ঞানীদের দ্বারা বিশ্লেষণ করা মাটি তুলনামূলকভাবে শুষ্ক বলে প্রমাণিত হয়েছে। পার্টস প্রতি মিলিয়নে পানির মাত্রা রয়েছে ২৮.৫ শতাংশ। চিন যে প্রযুক্তির ক্ষেত্রে এক বড় শক্তি হয়ে উঠছে, মহাকাশ অভিযান দিয়ে তারা সেটাই দেখাতে চাইছে।

আরও পড়ুন: ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৫ মিশনে ছাড়পত্র দিল কেন্দ্র

আরও পড়ুন: চাঁদে অবতরণের পথে মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’